Raksha Bandhan: প্রকাশ্যে এল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবির মোশন পোস্টার, ঘোষণা মুক্তির দিন

<p style="text-align: justify;">মুম্বই: গত বছরের শেষ থেকে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar)। গত বছর করোনা পরিস্থিতি কাটিয়ে সিনেমা হল খোলার পরই তাঁর 'সূর্যবংশী' মুক্তি পায়। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। যদিও শেষ মুক্তি পাওয়া দুটি ছবি একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। এবার প্রকাশ্যে এল অক্ষয় কুমারের আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর (Raksha Bandhan) মোশন পোস্টার ও মুক্তির দিন।</p> <p style="text-align: justify;"><strong>কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'?</strong></p> <p style="text-align: justify;">এদিন অক্ষয় কুমারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর মোশন পোস্টার (Raksha Bandhan Motion Poster) ও মুক্তির দিন প্রকাশ্যে আনা হয়েছে। মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'রক্ষা বন্ধন' মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট।' এই ছবিও মুক্তি পাচ্ছে সিনেমা হলে। 'আতরঙ্গী রে' ছবির পর ফের পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। 'টয়লেট এক প্রেম কথা' ছবির পর দ্বিতীয়বার অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর পর্দায় জুটি বাঁধতে চলেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীরজ সুদ, সীমা পহওয়া, দীপিকা খন্না এবং আরও অনেককে। ভাই-বোনের মধুর সম্পর্ককে পর্দায় দেখাতে চলেছেন অক্ষয় কুমার।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Kartik Aaryan: ১৭৫ কোটির ব্যবসা 'ভুলভুলাইয়া টু'-এর, অন্যরকমভাবে সাফল্য উদযাপন কার্তিক আরিয়ানের" href="https://ift.tt/793s5vC" target="">Kartik Aaryan: ১৭৫ কোটির ব্যবসা 'ভুলভুলাইয়া টু'-এর, অন্যরকমভাবে সাফল্য উদযাপন কার্তিক আরিয়ানের</a></strong></p> <p style="text-align: justify;">'রক্ষা বন্ধন' ছবির প্রসঙ্গে পরিচালক আনন্দ এল রাই বলেন, 'রক্ষা বন্ধন' ছবিটি আমার কাছে অন্যরকম একটা ভালোবাসার। এখানে ভাই-বোনের নিঃশর্ত ভালোবাসার গল্প দেখানো হয়েছে। এই ছবির গল্প আমার হৃদয়ের অত্যন্ত কাছের। আশা করি দর্শকদেরও ভালো লাগবে ছবিটি।'</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/QwOLxeZ> <p style="text-align: justify;">প্রসঙ্গত, অক্ষয় কুমারের শেষ দুটি ছবি 'বচ্চন পাণ্ডে' এবং 'পৃথ্বীরাজ' একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। 'ভুলভুলাইয়া টু' ছবির দাপটে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। টিকিটও বিক্রি হয়েছএ সামান্য। তাই জানা যায়, বেশ কিছু সিনেমা হলে একজন দর্শকও না আসার কারণে বহু শো বাতিল করা হয়েছে। অক্ষয় কুমারকে আগামীতে দেখা যাবে 'রাম সেতু' এবং আরও বেশ কিছু চবিতে।</p>

from entertainment https://ift.tt/9EwFZCl
via IFTTT
LihatTutupKomentar