Bollywood Updates: বলিউড পরিচালকের বাড়ি বিক্রি হয়ে গেল ১৮৩ কোটি টাকায়!

<p style="text-align: justify;">মুম্বই : সকালবেলায় খবরের কাগজের পাতা ওল্টালেই কিংবা আজকের দিনে যেকোনও মাধ্যমেই বিজ্ঞাপন থাকে স্বপ্নের বাড়ি কেনার। নানা সংস্থার নানা বিজ্ঞাপন সাধের বাড়ির জন্য। নিজের স্বপ্নেরই বাড়ি বলুন কিংবা মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্য প্রত্যেক মানুষেরই একটা <a title="বাজেট" href="https://ift.tt/AD0LbN1" data-type="interlinkingkeywords">বাজেট</a> থাকে। সে ব্যাঙ্ক থেকে লোন করেই হোক অথবা একটু-একটু করে টাকা জমিয়ে। তা বলে একটা বাড়ি বিক্রি হচ্ছে কিনা ১৮৩ কোটি টাকায়! হ্যাঁ, ঠিকই পড়লেন। একশো তিরাশি কোটি টাকা। সেটাও বলিউডের (Bollywood) এক বিখ্যাত পরিচালক (Director) এবং প্রযোজকের।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>বলিউড পরিচালকের বাড়ি বিক্রি-</strong></p> <p style="text-align: justify;">১৯৫৭ সালে মুক্তি পাওয়া 'নয়া দৌড়' হোক কিংবা ১৯৬৫ সালে মুক্তি পাওয়া 'ওয়াক্ত', ১৯৫৮ সালে মুক্তি পাওয়া 'কানুন' হোক অথবা ১৯৬৭ সালে মুক্তি পাওয়া 'হামরাজ'। প্রত্যেকটা ছবিই ছিল সুপার-ডুপার হিট। আর এই ছবিগুলো পরিচালনা করেছিলেন বলিউডের কিংবদন্তি বি আর চোপড়া (B R Chopra)। জীবন শুরু করেছিলেন বিনোদন জগতের সাংবাদিক হিসেবেই। তারপর হয়ে ওঠা এ দেশের অন্যতম সেরা ছবি নির্মাতা। যদিও মানুষটা আর আজ এই পৃথিবীতে নেই। তিনি প্রয়াত হয়েছেন ২০০৮ সালে। মুম্বইয়ের জুহুতে তাঁর একটি বাংলো ছিল। সেই বাংলোটাই বিক্রি হল প্রায় ১৮৩ কোটি টাকায়। একেবারে ঠিকঠাক অঙ্ক বললে, ১৮২ কোটি ৮৬ লক্ষ টাকায়।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Raksha Bandhan: প্রকাশ্যে এল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবির মোশন পোস্টার, ঘোষণা মুক্তির দিন" href="https://ift.tt/9EwFZCl" target="">Raksha Bandhan: প্রকাশ্যে এল অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবির মোশন পোস্টার, ঘোষণা মুক্তির দিন</a></strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বি আর চোপড়ার জুহুর এই বাংলোটি প্রায় ২৫ হাজার বর্গফুটের। সেটা কতটা বিলাসবহুল এবং কতটা আকর্ষক জায়গায়, তা তো দাম দেখেই বুঝতে পারছেন। প্রয়াত পরিচালকের এই বাংলোটি বিক্রি করলেন তাঁর পূত্রবধূ রেণু চোপড়া। যাঁর আরেকটি পরিচয় হল, তিনি রবি চোপড়ার স্ত্রী। আর তাঁদের বাংলোটি কিনলেন কে রাহেজা। জুহুর 'সি প্রিন্সেস' হোটেলের সামেনই অবস্থিত বি আর চোপড়ার এই বাংলো। এখন যাঁরা বাংলোটি কিনেছেন, তাঁদের পরিকল্পনা আগামীদিনে সেখানে একটি আবাসন তৈরি করার। আধুনিক নিয়মে বি আর চোপড়ার সেই বাংলোয় জায়গায় হয়তো গড়ে উঠবে কংক্রিটের সুন্দর এক আবাসন। থেকে যাবে এ দেশের কিংবদন্তি এক পরিচালকের স্বপ্নের বাড়ির স্মৃতি।</p>

from entertainment https://ift.tt/ukJDK0m
via IFTTT
LihatTutupKomentar