<p style="text-align: justify;">মুম্বই: গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna) জুটির এই ছবি ব্লকবাস্টার হিট হয়। গত বছর মুক্তি পাওয়া সমস্ত ছবির মধ্যে ব্যবসার নিরিখে অন্যতম স্থানে ছিল এই ছবি। 'পুষ্পা দ্য রাইজ' ছবির শেষে দর্শকদের জন্য থেকে গিয়েছে একাধিক প্রশ্ন। যার উত্তর মিলবে সিক্যুয়েলে। আর এবার অপেক্ষার অবসান হতে চলেছে। আসতে চলেছে 'পুষ্পা টু'। 'পুষ্পা দ্য রাইজ' ছবির দ্বিতীয় ভাগের নাম রাখা হয়েছে 'পুষ্পা দ্য রুল' (Pushpa The Rule)। বেশ কিছুদিন ধরেই এই ছবির আসার কথা শোনা যাচ্ছিল। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। অবশেষে 'পুষ্পা দ্য রুল' ছবির ঘোষণা করলেন নির্মাতারা।</p> <p style="text-align: justify;"><strong>'পুষ্পা দ্য রুল'-এর ঘোষণা নির্মাতাদের-</strong></p> <p style="text-align: justify;">গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। প্রায় ২০০ কোটি টাকা ছিল এই ছবির বাজেট। আর বক্স অফিসে ঝড় তোলা এই ছবির সারা দেশজুড়ে ব্যবসা করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য এমনই। টানটান উত্তেজনায় ভরা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তাঁর বিপরীতে অভিনয় করেন রশ্মিকা মন্দান্না। যাঁকে এই ছবিতে অভিনয়ের পরই 'ন্যাশনাল ক্রাশ' বলা হতে থাকে। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' ছবির সিক্যুয়েল আসতে চলেছে। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল'-এর শ্যুটিং শুরুর কথা ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।</p> <p style="text-align: justify;">সদ্যই নেট দুনিয়ায় 'পুষ্পা' নির্মাতা মিথরি মুভির পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে তারা পর্দায় 'পুষ্পারাজ' ফেরার কথা ঘোষণা করছেন। পাশাপাশি, 'পুষ্পা দ্য রুল' ছবির পূজা সেরিমনির কথাও জানাচ্ছেন। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত এই ছবি যে আরও বড় করে আসতে চলেছে, সে কথাও তাদের পক্ষ থেকে জানান হয়েছে। প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' প্রধাণত তামিল ভাষায় তৈরি হয়। যদিও ছবিটি হিন্দি, মালায়লম, কন্নড় এবং আরও বেশ কিছু ভাষায় ডাবিং করা হয় এবং সারা দেশজুড়ে মুক্তি পায়। ছবির জনপ্রিয়তা ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবির গান থেকে ডায়লগে তৈরি রিলসের ছয়লাপ ছিল। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Koffee With Karan: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে গোপন তথ্য় দিলেন শাহিদ কপূর" href="https://ift.tt/hiI5r2M" target="">Koffee With Karan: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে গোপন তথ্য় দিলেন শাহিদ কপূর</a></strong></p> <p style="text-align: justify;">অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'পুষ্পা দ্য রুল' (Pushpa The Rule) ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে মনোজ বাজপেয়ীকে। তাঁকে তেমনই প্রস্তাব দেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। কিন্তু তিনি সেই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। কারণ, 'পুষ্পা' নির্মাতা, পরিচালক কিংবা মনোজ বাজপেয়ী, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। 'পুষ্পা দ্য রুল' ছবিতে বেশ কিছু পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এর আগে জানা গিয়েছিল যে, সামান্থা প্রভুর পরিবর্তে এই ছবিতে আইটেম ডান্সে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। সম্প্রতি এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করার ক্ষেত্রে উঠে আসছে মনোজ বাজপেয়ীর নাম। তবে, কোনওক্ষেত্রেই এখনও পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা হয়নি।</p>
from entertainment https://ift.tt/afDYLJN
via IFTTT
from entertainment https://ift.tt/afDYLJN
via IFTTT