<p><strong>কলকাতা: </strong>হলুদ আলোয় ঝলমল করছে অন্ধকার ঘরের একটা কোন। সেখানে টেবিলের ওপর হাজির একটা নয়, ৪টে কেক! আর টেবিলের উল্টো দিকে কালো পোশাকে বসে হাসছেন বার্থ-ডে গার্ল। তাঁকে ঘিরে রয়েছে পরিবার। আজ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্মদিন। বিশেষ দিনটা বাবা-মা সহ খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গেই কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ভালোলাগার কথা।</p> <p>শেষ 'টিন-এজ'- এ পা দিলেন দিতিপ্রিয়া। ১৯ বছর বয়স হল তাঁর। বিশেষ দিনটা পরিবারের সঙ্গেই কাটালেন দিতিপ্রিয়া। প্রথমে ম্যাজিক ক্যান্ডেলের আলো, চারটে কেকের এক একটা করে কাটলেন। সবার প্রথমে কেক তুলে দিলেন মায়ের মুখে, তারপর পরিবারের বাকি সবার মুখে। সবাই শুভেচ্ছা, আদরে ভরিয়ে দিলেন তাঁকে। বয়স বেড়েও পরিবারের সবচেয়ে ছোট দিতিপ্রিয়া।</p> <p>কেক কাটা শেষ করে নিজের হাতে ক্যামেরা তুলে ছিলেন ছোটপর্দার 'রানিমা'। তারপর একে একে আলাপ করিয়ে দিলেন পরিবারের সবার সঙ্গে। হাজির ছিলেন তাঁর দাদা, দিদি, মা, বাবা ও অন্যান্য গুটিকয়েক আত্মীয়। অবশ্য়ই গোটা অনুষ্ঠানে হাজির ছিল দিতিপ্রিয়ার ছোট্ট পোষ্য পপকর্ন। তার কথাও উল্লেখ করতে ভুললেন না দিতিপ্রিয়া।</p> <p>[insta]https://www.instagram.com/p/CSZsqjtqcFS/[/insta]</p> <p>সদ্যই ধারাবাহিক রানি রাসমনি শেষ করেছেন দিতিপ্রিয়া। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রায়কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়াই। এর ফাঁকে কয়েকটা ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ধারাবাহিক শেষের পর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেছিলেন, 'আমার ছোটপর্দা থেকে একটু বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে। রানিমা-র চরিত্রের অভ্যেসটা কাটাতে একটু সময় লাগবে। তবে ছবিতে কাজ করব। অচেনা উত্তম ছবির শ্যুটিং চালু হয়েও কোভিড পরিস্থিতির জন্য আপাতত বন্ধ রয়েছে। পাভেলের সঙ্গে একটা নতুন ছবিতে কাজ করব। মায়ামৃগয়া ছবিতেও কাজ করব। পরিস্থিতি স্বাভাবিক হোক। বব বিশ্বাস আর অভিযাত্রীকের মুক্তিও তো আটকে রয়েছে।'</p> <p>আপাতত নতুন কাজে হাত দিয়েছেন দিতিপ্রিয়া। বাংলা ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'-তে অভিনয় করবেন তিনি।</p> <p>২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসিরিজ ছিল এটি। এরপর দর্শকদের কাছে আবেদনেই ফিরিয়ে আনা হয় 'তানসেনের তানপুরা' র দ্বিতীয় পর্বও। কিন্তু এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে তৃতীয় পর্ব। সিরিজের প্রধান চরিত্র আলাপ ও শ্রুতির সঙ্গে এবার তানপুরার সন্ধান চালাবেন দিতিপ্রিয়াও।</p> <p>প্রকাশ্যে এসেছে ওয়েবসিরিজে দিতিপ্রিয়ার প্রথম লুকও। লম্বা স্কার্ট ও সাদা টপে ঝলমল করছেন দিতিপ্রিয়া। কখনও আবার ওয়েস্টার্ন পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। </p>
from entertainment https://ift.tt/3fQLhFc
via IFTTT
from entertainment https://ift.tt/3fQLhFc
via IFTTT