Shrimati: অনুপম রায়ের কন্ঠে নতুন গানে 'শ্রীমতী'-র গল্প বলবেন স্বস্তিকা

<p><strong>কলকাতা: </strong>এই গল্প নিতান্ত সাদামাটা এক গৃহবধূর। সারাদিন সংসারের সমস্ত দায়িত্ব সামলান যিনি, তাঁর নিজেকে সামলানো হয় কি? একটা ছোট্ট পরিবার, সারাদিনের কাজ সামলে কী হারিয়ে যাচ্ছেন গৃহবধূরা? এই ছবির হাত ধরে প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।</p> <p>সদ্য মুক্তি পেয়েছে 'শ্রীমতী'-র ট্রেলার। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন আরও এর জনপ্রিয় অভিনেত্রী। তৃণা সাহা (Trina Saha)। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার&nbsp; প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।</p> <p>আরও পড়ুন:<a title="Silent Short Film: সমাজের গণ্ডি পেরিয়ে এক রূপান্তরকামীর উত্তরণের গল্প নিয়ে আসছেন পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়" href="https://ift.tt/56UNp8V" target="_blank" rel="dofollow noopener">Silent Short Film: সমাজের গণ্ডি পেরিয়ে এক রূপান্তরকামীর উত্তরণের গল্প নিয়ে আসছেন পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়</a></p> <p>এরপরে মুক্তি পেয়েছে 'শ্রীমতী'-র প্রথম গান 'বোকা বোকা মন'। অনুপম রায়ের (Anupam Roy) কন্ঠে মুক্তি পেয়েছে এই গানটি। সঙ্গীতশিল্পী বলছেন, 'সৌম ঋতের কম্পোজিশান আর গানে কাজ করা দারুণ অভিজ্ঞতা। আমরা অনেকদিন ধরেই একে অপরকে চিনি। শ্রীমতী-র গোটা টিমকে অনেক শুভেচ্ছা।'</p> <p>নতুন গান প্রসঙ্গে সৌম্য ঋত বলছেন, 'আমি যাই গান লিখি না কেন, সেটা কোনও না কোনওভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। বোকা মন গানটা অর্জুনের চিত্রনাট্যের সঙ্গে দারুণ মানিয়েছে। আর এই গানটার জন্য যেমন সাধাসিদে একটা গলার দরকার ছিল, সেটা অনুপম রায়ের চেয়ে ভালো কেউ ফোটাতে পারত না। আর অনুপমদা এত ভালো করে গানটি গেয়েছেন যে আমি মুগ্ধ। এই গানের মধ্যে আরও একটি জিনিস আমার কাছে বিশেষ সেটা হল পুরোটাই আমি নিজে আয়োজন করেছিলাম। আশা করি মানুষের মন ছুঁয়ে যাবে এই গান।'</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=DJ45vrbfo5w[/yt]</p>

from entertainment https://ift.tt/r6BcRMi
via IFTTT
LihatTutupKomentar