<p style="text-align: justify;">কলকাতা: গুঞ্জনের অভাব নেই তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সম্পর্ককে কেন্দ্র করে। বেশ কিছুদিন ধরেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে উত্তাল টলিউড। আনাচে কানাচে কান পালতেই দুজনের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও টের পাওয়া যায় তাঁদের সম্পর্কের উষ্ণতা। আর এবার সরাসরি বিবৃতির ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে গুঞ্জন আরও উস্কে দিলেন তথাগত মুখোপাধ্যায়।</p> <p style="text-align: justify;"><strong>তথাগত - বিবৃতির সম্পর্কের উষ্ণতা-</strong></p> <p style="text-align: justify;">এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনটি ছবির কোলাজ বানিয়ে পোস্ট করেছেন তথাগত মুখোপাধ্যায়। তিনটি ছবিই কোনও নারীর। এর আগেও এর মধ্যে দুটি ছবি পোস্ট করেন অভিনেতা-পরিচালক। কিন্তু ছবিগুলি কার, তা জানা যায়নি। কিন্তু আজ তিনি যে তিনটি ছবি একসঙ্গে পোস্ট করেছেন তার একটি বিবৃতি চট্টোপাধ্যায়ের। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেও সেটি দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তথাগত লিখেছেন, 'তিনটি রং। সাদা, নীল, লাল।' </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/tLSAH8p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3wr0n6k> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Karan Johar: 'কফি উইথ করণ'-এ সঞ্চালনার জন্য কত টাকা পারিশ্রমিক নেন কর্ণ জোহর?" href="https://ift.tt/EYgjQRx" target="">Karan Johar: 'কফি উইথ করণ'-এ সঞ্চালনার জন্য কত টাকা পারিশ্রমিক নেন কর্ণ জোহর?</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সাম্প্রতিককালে বারে বারে উঠে এসেছে খবরের শিরোনামে। গত বছরের শেষের দিকে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তথাগত-দেবলীনা। সেইসময় এবিপি আনন্দের তরফ থেকে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান সম্পর্ক অত্যন্ত জটিল বিষয়। সম্পর্ক কবে কখন কোন মোড় নেয় আগে থেকে কেউ আঁচ করতে পারে না। আমাদের পক্ষ থেকে অভিনেতা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জন্য দুটো সম্পর্কই কাজ করেনি। কন্যাকুমারী ও দেবলীনা দুজনের সঙ্গেই। সবসময় যে দুটো মানুষ একসঙ্গে চলতে পারবে এমন নয়।' অন্যদিকে, বিবৃতির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথাগত জানান, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি এনিয়ে কোনও কথা বলতে চান না। </p>
from entertainment https://ift.tt/d8VotTs
via IFTTT
from entertainment https://ift.tt/d8VotTs
via IFTTT