<p style="text-align: justify;">মুম্বই: সম্প্রতি বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন আমির খান (Aamir Khan) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। এর আগে 'পিকে' ছবির শেষ দৃশ্যে দুই তারকাকে একসঙ্গে দেখা দিয়েছিল। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে, 'পিকে' ছবির সিক্যুয়েলে দেখা যেতে পারে রণবীর কপূরকে। যদিও এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে, এবার শোনা যাচ্ছে জনপ্রিয় পরিচালকের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা।</p> <p style="text-align: justify;"><strong>এক ছবিতে রণবীর কপূর ও আমির খান?</strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিচালক অনুরাগী বসুর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কপূর ও আমির খানকে। যদিও দুই তারকা এবং পরিচালকের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি এই সম্পর্কে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে খবর, অনুরাগ বসু রণবীর কপূর ও আমির খানকে একসঙ্গে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন। হতে পারে, ছবিটি প্রযোজনা করবেন আমির খান। একেবারে প্রথম স্তরে রয়েছে এই ছবির পরিকল্পনা। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Tollywood Gosip: সম্পর্ক আরও গভীরে? তথাগতর 'দেওয়াল' জুড়ে নানা রঙে বিবৃতি" href="https://ift.tt/d8VotTs" target="">Tollywood Gosip: সম্পর্ক আরও গভীরে? তথাগতর 'দেওয়াল' জুড়ে নানা রঙে বিবৃতি</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে দুটি ছবি করেছেন পরিচালক অনুরাগ বসু। 'বরফি' এবং 'জগ্গা জাসুস' ছবি দুটিই দর্শকদের অত্যন্ত পছন্দের। এবং বক্স অফিসেই সাফল্য পেয়েছে। তবে, আমির খানের সঙ্গে এখনও পর্যন্ত কাজ করেননি পরিচালক। হতে পারে এই ছবি দিয়েই প্রথমবার তাঁরা একসঙ্গে কাজ করবেন।</p> <p style="text-align: justify;">অন্যদিকে, রণবীর কপূরের একাধিক ছবি শীঘ্রই মুক্তি পাবে। 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা' এবং আরও বেশ কিছু ছবি মুক্তি পাবে সামনে। এছাড়া, আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিটি বেশ কয়েকবার মুক্তির দিন বদলের পর অবশেষে আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।</p>
from entertainment https://ift.tt/0QA1rDB
via IFTTT
from entertainment https://ift.tt/0QA1rDB
via IFTTT