<p><strong>কলকাতা: </strong>অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন.. সোশ্যাল মিডিয়ায় দৌলতে তারকাদের জীবনের প্রায় সবটাই সাধারণ মানুষের দরবারে। বাদ যাননি এই অভিনেত্রীও। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, কটাক্ষও কম হয়নি। তবে সেইসব তাঁকে ছুঁতে পারেনি কখনও। নিজের গতিতেই ঝরঝরিয়ে জীবন এগিয়েছে তাঁর, ঠোঁটের হাসিও মেলায়নি কখনও। নতুন ছবি 'ভয় পেও না'-র প্রচারে এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্যক্তিগত পছন্দ, অপছন্দ আর ভয় নিয়ে অকপট শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।</p> <p>ছবির নাম 'ভয় পেও না' (Voy Peo Na)। ব্যক্তিগত জীবনে কীসে ভয় পান শ্রাবন্তী? অভিনেত্রী বললেন, 'ভূতে আমি সত্যিই খুব ভয় পাই। এখনও পর্যন্ত কোনও ভৌতিক অভিজ্ঞতা আমার হয়নি বটে, কিন্তু শ্যুটিংয়ের প্রয়োজনে অনেক ভৌতিক জায়গায় যেতে হয়েছে। আমি ভগবানকে দেখিনি কিন্তু বিশ্বাস করি। ঠিক তেমনই ভূত না দেখলেও ভূতে বিশ্বাস করি। আর হ্যাঁ, নেতিবাচক চিন্তাভাবনাকে খুব ভয় পাই। সবসময় ইতিবাচক ভাবতে ভালোবাসি, থাকতে ভালোবাসি।'</p> <p>আরও পড়ুন: <a title="Srabanti Chatterjee Exclusive: 'বাইরে থেকে দেখলে মনে হয়, অভিনেত্রীদের জীবন খুব সহজ'" href="https://ift.tt/ksXcYzD" target="_blank" rel="dofollow noopener">Srabanti Chatterjee Exclusive: 'বাইরে থেকে দেখলে মনে হয়, অভিনেত্রীদের জীবন খুব সহজ'</a></p> <p>সোশ্যাল মিডিয়ায় নায়িকাদের আক্রমণ করা কি একটু বেশিই সোজা? শ্রাবন্তী বলছেন, 'আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় রয়েছি, ছবি শেয়ার করে নিচ্ছি। মানুষও সব কিছু দেখছেন, মন্তব্য করছেন। তবে আমি বিশ্বাস করি ভালো-খারাপ মিলিয়েই দুনিয়া। কিছু মানুষের কাজ নেই, কেবল মন্তব্য করতে হবে বলেই তারা লেখেন। কেউ ভালোর জন্য কিছু বললে আমি সেটা শুনি এমনকি পরিবর্তন আনারও চেষ্টা করি। তবে অনেকেই অযথা মন্তব্য করেন। তাঁদের বাড়িতেও মা, স্ত্রী, বোন রয়েছেন। অনেক মেয়েরাও আবার মেয়েদের ছবিতেই খারাপ মন্তব্য করেন। এটা মানসিকতার পার্থক্য। তবে নেতিবাচক মন্তব্য বা চিন্তাভাবনাকে আমি খুব একটা পাত্তা দিই না। এগুলো নিয়ে ভাবা মানেই সময় নষ্ট করা। আমি কেবল নিজের কাজটা করে যাই, বিশ্বাস করি একদিন না একদিন এগুলো বন্ধ হবেই।'</p>
from entertainment https://ift.tt/tvmQMC8
via IFTTT
from entertainment https://ift.tt/tvmQMC8
via IFTTT