Srabanti Chatterjee Exclusive: 'বাইরে থেকে দেখলে মনে হয়, অভিনেত্রীদের জীবন খুব সহজ'

<p><strong>কলকাতা: </strong>কাশ্মীরে শ্যুটিং, বরফ, ভূতের ভয়, নতুন জুটি.. সব মিলিয়ে গোটা ছবিটার সফরটাই মনে থাকবে তাঁর। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি ওম সাহানির সঙ্গে তাঁর নতুন ছবি 'ভয় পেও না' (Voy Peo Na)। ভূতে কিন্তু বেশ ভয় পান নায়িকা। তবে নতুন ছবি ভয় নয়, একরাশ ভালো স্মৃতি উপহার দিয়ে গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shrabanti Chatterjee)।</p> <p>ওমের সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজ, কাশ্মীরের তুষারপাত, কেমন অভিজ্ঞতা হল শ্রাবন্তীর? অভিনেত্রী বলছেন, 'ওমের সঙ্গে একটা ছবিতে আমি এর আগে কাজ করেছি। ছবিটার নাম ছিল 'হুল্লোড়'। তবে সেখানে আমরা জুটি হিসেবে কাজ করিনি। ওম একজন ভীষণ ভালো মানষ আর দারুণ শিল্পী। শুধু অভিনয় নয়, দারুণ ছবি আঁকে ও। ওমের কাছে আবদার করেছি, আমার একটা পোট্রেট এঁকে দিতে।'</p> <p>আরও পড়ুন: <a title="Kartik Aaryan: কলকাতায় কার্তিক আরিয়ান, হাওড়া ব্রিজে ট্যাক্সির মাথায় চড়ে বললেন 'আমি যে তোমার'" href="https://ift.tt/7wDaHUy" target="_blank" rel="dofollow noopener">Kartik Aaryan: কলকাতায় কার্তিক আরিয়ান, হাওড়া ব্রিজে ট্যাক্সির মাথায় চড়ে বললেন 'আমি যে তোমার'</a></p> <p>চারিদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী শ্রাবন্তী। বড়পর্দায় সেই দৃশ্য চোখ জুড়নো হলেও, শ্যুটিং করা কি এতটাই সহজ? হাসতে হাসতে শ্রাবন্তীর উত্তর, 'অনেকটাই কঠিন। গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে। স্বপ্নের একটা গান আর আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসে। দেখলে মনে হয় অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ.. কিন্তু তা নয়।'</p> <p>গোটা ছবিতে সবচেয়ে কঠিন কী কাশ্মীরের শ্যুটিংই ছিল? শ্রাবন্তী বললেন, 'কঠিন ব্যাপারটা আপেক্ষিক। তবে এইবার কাশ্মীরে গিয়ে আমি জীবনে প্রথম তুষারপাত দেখলাম। শট দেব কি.. আমি তো বরফের সঙ্গে রিল বানাচ্ছি। এই অভিজ্ঞতাটা কোনোদিন ভুলব না।'</p>

from entertainment https://ift.tt/ksXcYzD
via IFTTT
LihatTutupKomentar