<p style="text-align: justify;">মুম্বই: বলিউড পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) এবার ছবি তৈরি করতে চলেছেন প্রাক্তন পুলিশকর্তার জীবনের কাহিনির উপর। জানা গিয়েছে, এবার তিনি হাত মিলিয়েছেন রিলায়েন্স এন্টারটেনমেন্টের সঙ্গে। আর তাঁদের মিলিত উদ্যোগেই আসতে চলেছে প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার (Rakesh Maria) বায়োপিক।</p> <p style="text-align: justify;"><strong>বায়োপিক তৈরি করতে চলেছেন রোহিত শেট্টি-</strong></p> <p style="text-align: justify;">এদিন 'গোলমাল' পরিচালক রোহিত শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির ঘোষণা করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি জানিয়েছেন যে, পর্দায় তিনি সুপার কপ রাকেশ মরিয়ার জীবনী তুলে ধরতে চলেছেন। রিলায়েন্স এন্টারটেনমেন্ট এবং রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা রোহিত শেট্টি পিকচার্সের যৌথ উদ্যোগে নিয়ে আসতে চলেছেন এই বায়োপিক। পরিচালকের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য বলি তারকারা। রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ বহু তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/ivbQDuE> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Anushka Sharma's Birthday: অনুষ্কা শর্মার জন্মদিনে বিশেষ ছবি প্রকাশ্যে আনলেন ভাই কর্ণেশ" href="https://ift.tt/RYKznso" target="">Anushka Sharma's Birthday: অনুষ্কা শর্মার জন্মদিনে বিশেষ ছবি প্রকাশ্যে আনলেন ভাই কর্ণেশ</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, জল্পনা অনেকদিন ধরেই চলছিল। গত বছর 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। তাঁর কপ ইউনিভার্সের আগামী ছবি দেখা যেতে পারে ওটিটিতে। সম্প্রতি বলিউড ছবি পরিচালক রোহিত শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কপ ইউনিভার্স'-এর আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন। জানা গিয়েছে, তাঁর আগামী ওয়েব সিরিজের নাম 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'। আটটি ভাগে কপ ইউনিভার্সের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন রোহিত শেট্টি। ইতিমধ্যেই এই সিরিজের তিন অভিনেতার নাম প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, সিদ্ধার্থ মলহোত্র, শিল্পা শেট্টি এবং বিবেক ওবেরয়কে দেখা যাবে এই সিরিজে। জানা যাচ্ছে, রোহিত শেট্টির নতুন এই প্রোজেক্টে তাঁর সঙ্গে হাত মিলিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দিয়েই প্রথমবার কপ হিরোর ভূমিকায় দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে। </p> <div class="uk-margin"> </div>
from entertainment https://ift.tt/Y0onx8v
via IFTTT
from entertainment https://ift.tt/Y0onx8v
via IFTTT