Anushka Sharma's Birthday: অনুষ্কা শর্মার জন্মদিনে বিশেষ ছবি প্রকাশ্যে আনলেন ভাই কর্ণেশ

<p style="text-align: justify;">মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)। আজ ৩৪ বছরে পা দিলেন অভিনেত্রী। বিনোদন জগত থেকে ক্রিকেট জগতের নানা ব্যক্তিরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তার সঙ্গে সাধারণ নেট নাগরিকরাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নানা পোস্ট করছেন। অনুষ্কা শর্মার জন্মদিনে (Anushka Sharma Birthday) বিশেষ ছবি পোস্ট করলেন তাঁর ভাই কর্ণেশ (Karnesh Sharma)। ছবিতে ভাই-বোনের বন্ধন নজর কেড়েছে নেটিজেনদের।</p> <p style="text-align: justify;"><strong>দিদি অনুষ্কার জন্মদিনে ভাই কর্ণেশের বিশেষ শুভেচ্ছা-</strong></p> <p style="text-align: justify;">এদিন অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি যে বেশ পুরনো তা বোঝা যাচ্ছে। ছবিতে ভাইকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে। ভাই-বোনের মিষ্টি সম্পর্কের ছবি পোস্ট করে কর্ণেশ লিখেছেন, 'জীবনের বাকি সময়টা খুব খুব আনন্দে কাটাও অনুষ্কা শর্মা।' তার সঙ্গে অনেক ভালোবাসা ও কেকের ইমোজি ব্যবহার করেছেন কর্ণেশ। ভাই বোন দুজনে একটি প্রোডাকশন হাউজও শুরু করেন। নিজেদের প্রোডাকশন হাউজে বেশ কিছু ছবি ও সিরিজ মুক্তি পায় তাঁদের। যদিও পরবর্তীকালে জানা যায়, ভাই কর্ণেশের উপর প্রযোজনা সংস্থার সমস্ত দায়িত্ব দিয়েছেন অনুষ্কা শর্মা।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/ngdCU6h" /></p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর" href="https://ift.tt/RJfFOiI" target="">Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে ১২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন বিরাট। তাঁদের একটি ফুটফুটে মেয়েও রয়েছে। যার নাম ভামিকা। স্ত্রী অনুষ্কার জন্মদিনে বিরাট সোশ্য়াল মিডিয়ায় তাঁদের দুটো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তাঁরা ২ জনে রয়েছেন। অন্য একটি ছবিতে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা যাচ্ছে বিরুষ্কাকে। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, ''ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্য। আমি জানি না, তোমাকে ছাড়া আমি কী করতাম! সত্যিই তুমি ভেতর থেকে সুন্দর একজন মানুষ। মিষ্টি বন্ধুবান্ধবদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।"</p>

from entertainment https://ift.tt/RYKznso
via IFTTT
LihatTutupKomentar