<p style="text-align: justify;">কলকাতা: টলিউড অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু রহস্যে তোলপাড় বিনোদন জগত। একাধিক প্রশ্ন উঠে আসছে যত সময় এগোচ্ছে। ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এবং তাঁর এক বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা। তাঁর দাবি, তাঁদের মধ্যে কোনও সমস্যা ছিল না।</p> <p style="text-align: justify;"><strong>পল্লবী দে মৃত্যুকাণ্ডে বিস্ফোরক ঐন্দ্রিলা মুখোপাধ্যায়-</strong></p> <p style="text-align: justify;">এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় বলেন, 'চার বছর হল আমাদের বন্ধুত্ব। মাঝে এক দেড় বছর আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। কাজের সূত্রেই ছিল না। সরাসরি কখনও ঝামেলা হয়নি। তবে, হ্যা। একটা রাগারাগি, একটা মন কষাকষি ছিল। আবার সেটা মিটেও গিয়েছিল। এত ঝামেলার পর আমি ওর সঙ্গে গিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে দেখা করে এসেছিলাম। তারপর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়।' সাগ্নিককে ঘিরেই কি ঝামেলা? ঐন্দ্রিলা বলেন, 'আমি সাগ্নিককে অনেক আগে থেকে চিনি। তেব আগে বিশেষ যোগাযোগ ছিল না। তবে, হঠাৎ দেখি পল্লবীর সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়েছে। ওরা লিভ ইন সম্পর্কে রয়েছে। ভালো আছে এটাই ভালো। ওরা ভালো আছে, তাতেই আমরা ভালো আছি। সাগ্নিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আগে অন্য একজনের সঙ্গে সাগ্নিকের সম্পর্ক ছিল। আমরা সেটাই জানতাম।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Pallavi Dey Death: পল্লবী দে মৃত্যুকাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক" href="https://ift.tt/e9gPI6y" target="">Pallavi Dey Death: পল্লবী দে মৃত্যুকাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, তাঁর নামে এফআইআর করা হলেও পল্লবীকে খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ রবিবার সারারাত তিনি এমআর বাঙুর হাসপাতালে ছিলেন। পল্লবী ও সাগ্নিক দুজনেই তাঁর খুব ভালো বন্ধু। কিন্তু পল্লবীর উপস্থিতিতে তিনি মাত্র একবারই তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। এর বাইরে আর কিছু তিনি জানেন না বলেই দাবি ঐন্দ্রিলার। অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে আরও চাঞ্চল্যকর দাবি করেছে তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, 'কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী।' তাঁদের আরও দাবি, বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। অভিযোগ, তারপরই পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন তিনি। </p>
from entertainment https://ift.tt/BNid61O
via IFTTT
from entertainment https://ift.tt/BNid61O
via IFTTT