Pallavi Dey Death: পল্লবী দে মৃত্যুকাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক

<p style="text-align: justify;">কলকাতা: লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে মৃত টলিউড (Tollywood Actress) অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মধুর সম্পর্কগুলো এখনও জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অভিনেত্রীর আকষ্মিক মৃত্যুর পর সামনে এসেছে একাধিক সম্পর্কের বেড়াজাল। একাধিক সম্পর্কের গোলকধাঁধা। সাফল্য, অর্থ, প্রেম, ব্রেকআপ, লিভ ইন সম্পর্কে ফাটল এবং মৃত্যু। কী নেই টলিউড অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায়। মৃতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বিবাহিত। অন্যদিকে সাগ্নিকের আগে রেহান সর্দার নামে একজনের সঙ্গে সম্পর্ক ছিল পল্লবীর। চমকপ্রদ বিষয় হল, এমনটাও শোনা গিয়েছে যে , বছর দুয়েক আগে অন্য এক মহিলার সঙ্গে আইনত বিবাহ হয় সাগ্নিক চক্রবর্তীর। সেই বিয়েতে সাক্ষী হিসেবে সই করেছিলেন পল্লবী। আইনত বিবাহবিচ্ছেদ না হলেও পরে পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন সাগ্নিক। আগামী বছর দুজনের বিয়েও হওয়ার কথা ছিল। এরইমধ্যে জানা গিয়েছে পল্লবী ও সাগ্নিক যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেই আসতেন সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>মৃত অভিনেত্রী পল্লবী দে-র মাসির বক্তব্য-</strong></p> <p style="text-align: justify;">মৃত অভিনেত্রীর পরিবারের দাবি, বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। সম্প্রতি পল্লবীর জন্মদিন পালন করেন তাঁর মাসি। কিন্তু এভাবে যে পল্লবীর মৃত্যু হবে, তা বিশ্বাস করতে পারছেন না তাঁরা। পল্লবী দে-র মাসি বলেন, 'আমি যতদূর জানি ও যে সিরিয়াল করত তা নিয়ে ঝামেলা হতে পারে। আমি কাজের লোকের থেকে জেনেছি, সাগ্নিকের অফিসের কিছু লোকজন আসত বাড়িতে। সেটা পছন্দ ছিল না মিষ্টির (পল্লবী দে)। ওর আগের সম্পর্কও এভাবেই ভেঙে গিয়েছিল। আগে রেহান বলে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর" href="https://ift.tt/ajO3pkM" target="">Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর</a></strong></p> <p style="text-align: justify;"><strong>মুখ খুললেন পল্লবী দে-র প্রাক্তন প্রেমিক-</strong></p> <p style="text-align: justify;">এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন মৃত অভিনেত্রী পল্লবী দে-র প্রাক্তন প্রেমিক রেহান সর্দার। তিনি বলেন, 'পল্লবীর সঙ্গে ব্রেকআপের পরে আমার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। সাড়ে তিন-চার বছর হল আমার সঙ্গে পল্লবী কিংবা সাগ্নিক কারও কোনও যোগাযোগ নেই।'</p>

from entertainment https://ift.tt/e9gPI6y
via IFTTT
LihatTutupKomentar