<p style="text-align: justify;">মুম্বই: রাজস্থানে রাজকীয়ভাবে বসছে বিয়ের আসর। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বিভিন্ন সূত্র থেকে তাঁদের বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা সঙ্গে মোবাইল ফোন আনতে পারবেন না, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না। এমনকি অতিথিরা বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারবেন নির্দিষ্ট কোডের মাধ্যমে। এই গোপন কোডের মাধ্যমেই রুম সার্ভিস থেকে যাবতীয় আপ্যায়ন পাবেন তাঁরা। যদিও এর কোনও খবরই ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কবীর খান, রাধিকা মদন, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী এবং আরও অনেক বলিউড তারকা। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং বলিউডের কিছু ঘনিষ্ঠ তারকারা উপস্থিত থাকবেন ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে। শোনা গিয়েছে এমনটাই।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?" href="https://ift.tt/3ycYsbO" target="">Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?</a></strong></p> <p style="text-align: justify;"><strong>[insta]https://ift.tt/3oygJNp> <p style="text-align: justify;">'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের খবরের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল ভিকি কৌশলের ছোটবেলার ছবি। সেই ছবি নিয়ে ব্যাঙ্গত্মক মিম তৈরি করতেও বাকি রাখেননি নেট নাগরিকরা। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ভিকি কৌশল। প্রায়শই নিজের ছবি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি নানা ব্যক্তিগত জীবনের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই বেশ কিছু সময় তিনি বাবা-মায়ের সঙ্গে কাটানো, কিংবা ভাইয়ের সঙ্গে কাটানো ছেলেবেলার কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন। কখনও তাঁকে দেখা যায় বাবার কোলে চেপে থাকতে। আবার কখনও তাঁকে দেখা গিয়েছে মায়ের সঙ্গে সময় কাটাতে। কখনও আবার ভাই সানি কৌশলের সঙ্গে দুষ্টুমি করতেও দেখা গিয়েছে ভিকি কৌশলকে। আর এই ছবিগুলো নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা মিম।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3GsRvGv> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3IvnVSs> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3lFtpAj> <p style="text-align: justify;">সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি 'সর্দার উধম'। এই ছবিতে সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছেন অভিনেতা। খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে চলেছে 'গোবিন্দা মেরা নাম' এবং আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'সূর্যবংশী'ও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। তাঁর হাতে রয়েছে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা'র মতো একাধিক ছবি।</p>
from entertainment https://ift.tt/3pyYJBX
via IFTTT
from entertainment https://ift.tt/3pyYJBX
via IFTTT