Katrina and Vicky Kaushal's Wedding: রোস্টেড বরফি থেকে কালাকাঁদ, হরেকরকম মিষ্টি ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে

<p><strong>অতসী &nbsp;মুখোপাধ্যায়, রাজস্থান:</strong> জাঁকজমক পূর্ণ ভাবে চলছে ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠান। আয়োজনে রয়েছে রকমারি মিষ্টি। যে দোকান থেকে যাচ্ছে মিষ্টি তার ছবি দেখা গেল এবিপি আনন্দের পর্দায়।&nbsp;</p> <p>বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ভিকি-ক্যাটরিনা জুটি। হেভিওয়েট এই তারকার বিয়েতে স্বাভাবিকভাবেই আয়োজনের কোনও ত্রুটি নেই। জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠানের জন্য যোধপুরের একটি মিষ্টির দোকান থেকে প্রায় ১৫০ ধরনের &nbsp;মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইতে। তার মধ্যেই বেশ কিছু মিষ্টি বেছে নেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য।&nbsp;</p> <p>বিয়েতে অতিথিদের জন্য থাকবে রোস্টেড বরফি, তিল কী গোল্ডেন, পেস্তা লজ, ক্ষীরের নানা ধরণের মিষ্টি, ফিগ কালাকাদ, ক্ষীর সাংগ্রি। শুধু মিষ্টি নয়, এর সঙ্গে থাকছে মুখরোচক নোনতা খাবারও। মেনুতে থাকছে রাজস্থানি খাবার এবং রসুনের চাটনিও। ইতিমধ্যেই স্থানীয় বাজারে ৭৫ রকমের সব্জি এবং ৭০ রকমের ফলের বরাত দেওয়া হয়েছে।&nbsp;</p> <p>বৃহস্পতিবার সাত পাকে বাধা পড়তে চলেছেন ভিকি কৌশল -ক্যাটরিনা কাইফ। তাঁর আগে রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে সাজো সাজো রব। মঙ্গলবারই সম্পন্ন হয়েছে মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। বছরের সবথেকে হাইপ্রোফাইল সেলিব্রিটি বিয়ে। যার দিকে নজর সারা দেশের।</p> <p>[fb]https://www.facebook.com/abpananda/videos/466439368159398[/fb]</p> <p>বৃহস্পতিবার জয়পুরের এই কেল্লায় বসবে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। আসতে শুরু করেছেন অতিথি তালিকায় থাকা বলিউডের নামীদামী অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে এখন চলছে তারকা-বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি।&nbsp;মঙ্গলবার ছিল মেহেন্দি ও &lsquo;সঙ্গীত&rsquo; অনুষ্ঠান। মেহেন্দি এসেছিল রাজস্থানের পালির সোজাত থেকে।&nbsp; সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে মঙ্গলবার সকাল ৮টার পর শুরু হয় &lsquo;সঙ্গীত&rsquo; অনুষ্ঠান। রাজস্থানী এবং পাঞ্জাবি গানে &lsquo;সঙ্গীত&rsquo; অনুষ্ঠানে পারফর্ম করেন শিল্পীরা। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পা মেলান ক্যাটরিনা-ভিকিও।&nbsp;</p> <p>বুধবার বেলা ১২টায় ক্যাটরিনার গায়ে হলুদ। বৃহস্পতিবার দুপুরে ১টায় ভিকি -ক্যাটরিনার &lsquo;সহেরাবন্দর&rsquo; অনুষ্ঠান। দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিয়ের লগ্ন। ক্যাটরিনা-ভিকির বিয়ের জন্য পাঞ্জাব থেকে আসছেন পুরোহিত। বৃহস্পতিবার দুপুরে সাতটি ঘোড়ায় টানা রথে বিয়ের মণ্ডপে যাবেন ক্যাটরিনা। সব মিলিয়ে অপেক্ষা শুধুই দুহাত এক হওয়ার।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3lKKt7M
via IFTTT
LihatTutupKomentar