<p style="text-align: justify;">মুম্বই: টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করলেও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) বাংলা ছবির জগতের অত্যতম জনপ্রিয় মুখ। তিনি এখন শুধুমাত্র নিজেকে অভিনয়েই বেঁধে রাখেননি। অভিনয়ের পাশাপাশি ছবি তৈরিও করছেন একই সঙ্গে। বাংলা, হিন্দি উভয় ভাষাতেই চুটিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে পরমব্রতকে। সিনেমাহলের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও কাজ করছেন একসঙ্গে। খুব শীঘ্রই তাঁকে নেটফ্লিক্সের শো 'আরণ্যক'-এ (Aranyak) দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) এই থ্রিলার ওয়েব সিরিজে (Web Series) তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আশুতোষ রানা, (Ashutosh Rana) রবিনা ট্যান্ডন, (Raveena Tandon) জাকির হুসেনর মতো তাবড় অভিনেতারা। আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। </p> <p style="text-align: justify;">থ্রিলার ছবিতে এই প্রথমবার অভিনয় করলেন না পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগেও বেশ কিছু থ্রিলারে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যা বালানের সঙ্গে 'কাহানি' (Kahaani)। কেন দর্শকের মধ্যে থ্রিলার ছবির জনপ্রিয়তা এত বেশি রয়েছে? কেনই বা অন্যান্য ছবির তুলনায় থ্রিলার ছবি বেশি সাফল্য পাচ্ছে? জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Katrina Kaif Vicky Kaushal Wedding : ভিকি কৌশলের সঙ্গে কি বাগদান সেরে ফেলেছেন ক্যাটরিনা? তেমনই ইঙ্গিত নয়া ছবিতে" href="https://ift.tt/3Ewm5yq" target="">Katrina Kaif Vicky Kaushal Wedding : ভিকি কৌশলের সঙ্গে কি বাগদান সেরে ফেলেছেন ক্যাটরিনা? তেমনই ইঙ্গিত নয়া ছবিতে</a></strong></p> <p style="text-align: justify;">থ্রিলার ছবির সাফল্যের কারণ হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, 'থ্রিলার ছবি মানুষকে অনেকক্ষণ আটকে রাখতে পারে। এই ছবির গল্পের বুনন এমনই হয়, যা ছেড়ে সহজাত দর্শক উঠতে চান না। তার সঙ্গে বর্তমানে দর্শকের মধ্যে রহস্যভেদ হওয়ার গল্প দেখা ইচ্ছা থাকে। দর্শক দেখতে চান, আগামীতে কী হতে চলেছে। সেই কারণেই মূলত এখন থ্রিলার ছবি এত বেশি সাফল্য পাচ্ছে।'</p> <p style="text-align: justify;">পরমব্রত আরও বলেন, 'বর্তমানে দর্শকের চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। তাঁরা আসলে ছবিতে দেখতে চান, আগে কী হয়েছে আর পরবর্তীতে কী হতে চলেছে। বেশিভাগ থ্রিলার ছবির এই বিপুল পরিমাণে সাফল্যের মূল কারণ হিসেবে আমার মনে হয়, মানুষের জানার এবং রহস্যভেদের আগ্রহ বেড়েছে তাই।'</p>
from entertainment https://ift.tt/3rCfiQ3
via IFTTT
from entertainment https://ift.tt/3rCfiQ3
via IFTTT