<p style="text-align: justify;">মুম্বই: বলিউঢ অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের জল্পনা তুঙ্গে। কিন্তু দুই অভিনেতা তাঁদের বিয়ের ব্যাপারে একেবারে স্পিকটি নট হয়ে রয়েছেন। এই সম্পর্কে তাঁদের কিংবা তাঁদের পরিবারের কোনও সদস্যকেই মুখ খুলতে দেখা যাচ্ছে না। কিন্তু দুই অভিনেতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, দুই অভিনেতার পরিবারে ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। রাজস্থানে বসবে রাজকীয় বিয়ের আসর। শোনা গিয়েছিল, রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করার আগে কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাটরিনা। তবে, সম্প্রতি ক্যাটরিনা কাইফের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে তাঁর বাগদানের ছবি বেশ স্পষ্ট। অভিনেত্রীর অনামিতায় জ্বল-জ্বল করছে আংটি। যা চোখ এড়ায়নি নেটিজেনদের।</p> <p style="text-align: justify;">'সর্দার উধম' অভিনেতা ভিকি কৌশলের বাড়ি থেকে এদিন বেরনোর সময় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গাড়িতে বসে থাকার সময়ই ছবি শিকারিদের উদ্দেশে হাত নাড়েন অভিনেত্রী। তখনই নজর কাড়ল ক্যাটরিনা কাইফের অনামিকার আংটি। যা দেখে নেট দুনিয়ায় জল্পনা আরও বেড়েছে যে, রাজস্থানে বিয়ের আগে চুপিসারে কি ভিকি কৌশলের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী? উত্তর সময় দেবে। কারণ, দুই অভিনেতাই বিয়ের প্রসঙ্গে নিজেদের মুখ বন্ধ রেখেছেন।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3Iqf0Sn" /></p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky Katrina Wedding : বলিউডে ডেবিউ করার আগে বাবার পদবি ব্যবহার করার সিদ্ধান্ত কেন নেন ক্যাটরিনা কাইফ?" href="https://ift.tt/3lFePc6" target="">Vicky Katrina Wedding : বলিউডে ডেবিউ করার আগে বাবার পদবি ব্যবহার করার সিদ্ধান্ত কেন নেন ক্যাটরিনা কাইফ?</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সম্প্রতি, হবু স্বামী ভিকি কৌশলের বাড়ি থেকে বের হতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে। সঙ্গে সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি। তাঁদের দেখে হাতও নাড়ালেন অভিনেত্রী। সাদা ধবধবে একটি শাড়িতে ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন ক্যাটরিনা। খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত দেখাচ্ছিল অভিনেত্রীকে। মুখে চওড়া হাসি ছিল নজরে পড়ার মতো। সূত্রের খবর, ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তিন দিনের জন্য করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। এএনআই সূত্রে খবর, ৬ ডিসেম্বর বিয়ের ভেন্যুতে পৌঁছবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শেষ মুহূর্তে এসে পৌঁছলেও নিজেদের সম্পর্ক বা বিয়ে কোনওকিছু নিয়েই এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা। তবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে।</p>
from entertainment https://ift.tt/3Ewm5yq
via IFTTT
from entertainment https://ift.tt/3Ewm5yq
via IFTTT