<p style="text-align: justify;">মুম্বই: ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের দিন যত এগিয়ে আসছে, তত অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। একটা একটা করে দিন এগোচ্ছে। আর ততই দুই তারকার বিয়ের গুঞ্জন আরও জোরাল হচ্ছে। ইতিমধ্যেই বিয়ের গুঞ্জন আরও জোরাল করেছে ভিকি কৌশলের কিছু ছবি। মাঝরাতে তাঁকে ক্যাটরিনা কাইফের বাড়ি থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়ে যান অভিনেতা। ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার পরই তিনি হাত জোড় করে নমস্কারও জানান। সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের দিন কি অতিথি হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকাকে? তাঁকে কি অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে?</p> <p style="text-align: justify;">ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের আগে মডেল অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। তাঁদের মধ্যে বেশ কিছুদিন সম্পর্ক ছিল। কিন্তু বলিউড বা আরও ভালো করে বললে রুপোলি পর্দার জগতে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই দিন থেকে ভিকি কৌশলের বিয়ের দিন কি উপস্থিত থাকবেন হারলিন শেঠি? জানা যাচ্ছে, 'উরি' অভিনেতার বিয়েতে উপস্থিত থাকবেন না হারলিন। এমনকি বিভিন্ন সূত্রে জানানো হয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণই জানানো হয়নি অভিনেতার প্রাক্তন প্রেমিকাকে। যদিও কোনও পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Dhanush: বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেরণা ধনুশ" href="https://ift.tt/3xV6eqm" target="">Dhanush: বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেরণা ধনুশ</a></strong></p> <p style="text-align: justify;">দীপাবলিতে মুক্তি পাওয়া অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী' ছবিতে নয়ের দশকের 'মোহরা' ছবির জনপ্রিয় গান 'টিপ টিপ বরষা পানি' ফের নতুন করে দেখা গিয়েছে। আগের গানে দর্শকের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছিলেন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। এবার 'সূর্যবংশী' ছবিতে রবিনা ট্যান্ডনের জায়গায় এই গানে কোমর দুলিয়েছেন ক্যাটরিনা কাইফ। প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা হারলিন শেঠির একটি ভিডিও দেখা যায়। যেখানে দেখা যাচ্ছে, নতুন 'টিপ টিপ বরষা পানি' গানে নিজের মতো করে নাচের ছন্দে মেতেছেন হারলিন। মডেল অভিনেত্রীর সেই ডান্স পারফরম্যান্সে মজেছিল নেট দুনিয়া।</p>
from entertainment https://ift.tt/3ooPSDl
via IFTTT
from entertainment https://ift.tt/3ooPSDl
via IFTTT