<p style="text-align: justify;">মুম্বই: দক্ষিণের সুপারস্টার ধনুশ (Dhanush) বলিউড ছবিতেও তাঁর রাজত্ব বিস্তার করছেন। বেশ কিছু বলিউড ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে 'শমিতাভ' ছবিতে। আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে অন্য কোনও বলিউডের তাবড় নায়কের সঙ্গে। খুব শীঘ্রই মুক্তি পাবে 'আতরঙ্গী রে'। ধনুশের এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার এবং সারা আলি খান। যদিও এই ছবি সিনেমাহলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে বলিউডেরই এক জনপ্রিয় নায়িকা জানালেন যে, তিনি ধনুশের থেকে প্রেরণা পান।</p> <p style="text-align: justify;">'আতরঙ্গী রে' মুক্তির আগে ধনুশের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। ছবির প্রোমোশনে তাঁকে বলতে শোনা গেল, তিনি কেরিয়ারে প্রেরণা পেয়েছেন দক্ষিণের সুপারস্টার ধনুশের কাছ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, 'আনন্দ স্যরের সঙ্গে ধনুশ স্যর আগেও কাজ করেছেন। তাই তাঁদের মধ্যের সম্পর্কটা খুবই ভালো। ধনুশ আমার কাছে প্রেরণা। ওঁকে দেখে আমি অনেক কিছু শিখেছি। ছবির শ্যুটিং চলাকালীন আমাকে অনেক কিছুতে সাহায্য করেছেন ধনুশ। তিনি সবসময় বলেন, 'তোমার যদি কোনও সাহায্য প্রয়োজন হয়, তাহলে আমি সবসময় তোমার পাশে আছি'। আর এটা শুধু ওঁর মুখের কথা নয়। সত্যিই তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওঁকে দেখে অনেক কিছু শেখার আছে। তাই আমার প্রেরণা ধনুশ। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও অসাধারণ।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="দুর্ঘটনায় আহত প্রিয়ঙ্কা হাসপাতালে ভর্তি, কী বলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়?" href="https://ift.tt/3olGrEG" target="">দুর্ঘটনায় আহত প্রিয়ঙ্কা হাসপাতালে ভর্তি, কী বলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়?</a></strong></p> <p style="text-align: justify;">২০১৩ সালে মুক্তি পাওয়া 'রাঞ্ঝানা' ছবির পর ফের ধনুশের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক আনন্দ এল রাই। 'আতরঙ্গী রে' ছবিতে ধনুশের পাশে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে। জানা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। তার আগে আনন্দ এল রাইয়ের সঙ্গে ধনুশের বন্ডিং প্রসঙ্গে সারা আলি খান বলেন, 'আনন্দ জি এই ছবিতে দুর্দান্ত কাজ করেছেন। পাশাপাশি প্রত্যেককে নিয়ে খুব ভালো কাজ করেছেন। ওঁর ছবিতে ওঁর জগতটাকে দেখানোর চেষ্টা করেন। ছবিতে শ্যুটিং করার সময় আনন্দ জি-র পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং মনের জোর পেয়েছি। আর ধনুশের কাছ থেকে পেয়েছি অনেক অনেক সাহায্য আর অনেক প্রেরণা।'</p>
from entertainment https://ift.tt/3xV6eqm
via IFTTT
from entertainment https://ift.tt/3xV6eqm
via IFTTT