Katrina Vicky Kaushal Wedding: ক্যাটরিনার সঙ্গে বিয়ের প্রসঙ্গে গোপন তথ্য দিলেন ভিকির প্রতিবেশী ক্রুষ্ণা অভিষেক

<p style="text-align: justify;">মুম্বই: বি টাউনে এই মুহূর্তে টক অফ দ্য টাউন অবশ্যই ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। দুই তারকার বিয়ের খবরে সরগরম নেট দুনিয়াও। দুই তারকার পক্ষ থেকে এখনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি বিয়ের। কিন্তু তাঁদের বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে তা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সম্প্রতি সেই গুঞ্জনে আরও কিছুটা ঘৃতাহুতি দিলেন টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek)। যিনি কিনা আবার ভিকি কৌশলের প্রতিবেশীও বটে।&nbsp;</p> <p style="text-align: justify;">ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। রাজকীয়ভাবে আয়োজিত হতে চলেছে দুই তারকার বিয়ের সমস্ত অনুষ্ঠান। বিভিন্ন সময়ে 'কপিল শর্মা শো'-এ ক্যাটরিনা কাইফের সঙ্গে বিভিন্ন এপিসোডে কথা বলতে দেখা গিয়েছে ক্রুষ্ণা অভিষেককে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রুষ্ণা যে কথা বলেছেন, তাতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের খবরে কিছুটা ইঙ্গিত পাওয়া গেল বলে মনে করছেন অনুরাগীরা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Shilpa Shetty: তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে? জানালেন শিল্পা শেট্টি" href="https://ift.tt/3xSdGms" target="">Shilpa Shetty: তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে? জানালেন শিল্পা শেট্টি</a></strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রুষ্ণা অভিষেক ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বলেন, 'আমি জানি ক্যাটরিনা খুবই মিষ্টি মেয়ে। আমি অনেক শো-এ ওর সঙ্গে কাজ করেছি। অনেক অনুষ্ঠানে ও অতিথি হিসেবে উপস্থিত ছিল। ও খুব ভালো মানুষও। আমি ওর নতুন জীবনের জন্য ওকে শুভেচ্ছা জানাই।' সেই সাক্ষাৎকারেই যখন ক্রুষ্ণা অভিষেককে জিজ্ঞাসা করা হয় যে তিনি ভিকি কৌশলকে শুভেচ্ছা জানাবেন না? উত্তরে তিনি বলেন, 'ভিকি তো আমার প্রতিবেশী। তাই আমি ওকে লিফটেও শুভেচ্ছা জানাতে পারি। বিয়ের প্রস্তুতি চলছে কিন্তু খুবই চুপচাপভাবে। ওরা এখনও কিছু জানায়নি। ভিকি নিজেও খুব ভালো ছেলে। ওদের &nbsp;খুব ভালো মানাবে। ওরা দুজনেই খুব ভালো মানুষ। আমি রাজনীতি জানি না। আমি ওদের জানি তাই শুভেচ্ছা জানালাম। আপনারা আমাকে ক্যাটরিনার কথা শুধু জিজ্ঞাসা করেছিলেন, তাই আমি ভিকির কথা উল্লেখ করিনি।'</p> <p style="text-align: justify;">গত মাস থেকেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। শোনা যায়, দীপাবলির দিন দুই তারকা পরিচালক কবীর খানের বাড়িতে রোকা অনুষ্ঠানও সেরে ফেলেছেন। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, বলিউডের দুই তারকার বিয়েতে হাজির থাকতে পারেন আলিয়া ভট্ট, কর্ণ জোহর, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, ফারহা খান, কবীর খান, অনুষ্কা শর্মার মতো তারকার। যদিও কোনও খবরই ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।</p>

from entertainment https://ift.tt/3ok5yYt
via IFTTT
LihatTutupKomentar