Filmstar: মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক', ছবির প্রিমিয়ারে গোটা টিম | Bangla News

<p>মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত অভিযাত্রিক। প্রিমিয়ারে হাজির ছিল ছবির গোটা টিম। আজ দেড়টা থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে মানি হাইস্ট পার্ট ফাইভ ভলিউম টু। অ্যালেক্স পিনার বিশ্ব বিখ্যাত সিরিজটির এটি অন্তিমপর্ব। জি ফাইভে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন, চিত্রাঙ্গদা সিং অভিনীত &lsquo;বব বিশ্বাস&rsquo;। প্রকাশ্যে এল ছবিটির গানের ভিডিও। সিদ্ধান্ত কৌশলের কথায় এবং অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন কেকে। ছবিতে সিরিয়াল কিলার বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। ছবিটি পরিচালনা করেছেন দিয়া অন্নপূর্ণা ঘোষ। ৩১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাহিদ কপূর, ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি &lsquo;জার্সি&rsquo;। প্রকাশ্যে ছবির নতুন গানের ভিডিও। নতুন ইনস্টা রিলে নুসরত জাহান। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক 'ফিল্মি ফটাফট'-এ।</p>

from entertainment https://ift.tt/3dcJLvE
via IFTTT
LihatTutupKomentar