শুটিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কা অর্জুন-প্রিয়ঙ্কাকে, গুরুতর আহত অভিনেত্রী, ভর্তি হাসপাতালে

<p><strong>অতসী মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:</strong> ইকো পার্কের কাছে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বেপরোয়া বাইকের ধাক্কা। গুরুতর আহত অভিনেত্রী। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওয়েব সিরিজ মহাভারত মার্ডারের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল ইকো পার্কের কাছে পেঁচার মোড়ে।&nbsp;</p> <p>অভিযোগ, আউটডোর শ্যুটিং চলাকালীন কর্ডন ভেঙে মত্ত বাইক চালক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। আজ ভোরে তাঁকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ডান পায়ে দুটি হাড় ভেঙেছে প্রিয়ঙ্কার। বিশেষজ্ঞ চিকিত্সক রিপোর্ট খতিয়ে দেখার পর স্থির হবে আজ নাকি আগামীকাল অস্ত্রোপচার হবে।&nbsp;</p> <p>বেপরোয়া বাইকের ধাক্কায় আহত প্রিয়ঙ্কার সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে এ নিয়ে থানায় অভিযোগ এখনও দায়ের হয়নি। অভিযুক্ত বাইক চালক পলাতক।</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/31s15tS
via IFTTT
LihatTutupKomentar