Akshay Kumar Update: খুদে অনুরাগীকে জন্মদিনের শুভেচ্ছা, নেট নাগরিকদের মন জিতে নিলেন অক্ষয় কুমার

<p style="text-align: justify;">মুম্বই: দীর্ঘ প্রায় অনেকগুলো বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। বিভিন্ন বয়সের বিভিন্ন প্রজন্মের অনুরাগীরা রয়েছে তার তালিকায়। 'খিলাড়ি' হোক কিংবা 'সূর্যবংশী', অক্ষয় কুমারের অনুরাগীদের মধ্যে তাঁকে ঘিরে জনপ্রিয়তা আরও বেড়েছে। সম্প্রতি নেট মাধ্যমে অক্ষয় কুমারকে ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে। তবে, না। তাঁর কোনও ছবি ঘিরে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে না। এখন অক্ষয় কুমারকে নিয়ে আলোচনা হচ্ছে তাঁর অনুরাগীদের প্রতি ব্যবহারের জন্য।&nbsp;</p> <p style="text-align: justify;">সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের এক খুদে অনুরাগী সোশ্যাল মিডিয়া সাইটে অভিনেতার কাছে আবদার করে বসে যে, তাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে হবে অভিনেতাকে। খুদে অনুরাগীর এই আবদার একেবারেই অগ্রাহ্য করেননি বলিউডের 'খিলাড়ি'। টুইটার হ্যান্ডলে তাঁর কাছে কাছে আসা এমন আবদারের মিষ্টি উত্তর দিয়ে খুদে অনুরাগীকে শুভেচ্ছাও জানিয়েছেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Celebrities Update: মলদ্বীপে যে হলিডে হোমে থাকছেন অর্জুন-মালাইকা, তার এক রাতের খরচ কত?" href="https://ift.tt/3okXuXr" target="">Celebrities Update: মলদ্বীপে যে হলিডে হোমে থাকছেন অর্জুন-মালাইকা, তার এক রাতের খরচ কত?</a></strong></p> <p style="text-align: justify;">এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অক্ষয় কুমারের এক খুদে অনুরাগী, নাম তার পলক। সে লেখে, 'প্রিয় অক্ষয় কুমার স্যর। আমি আপনার একজন বড় অনুরাগী দীর্ঘ অনেক বছর ধরে। আজ আমার জন্মদিন। আপনি যদি আমায় শুভেচ্ছা জানান, তাহলে আমার দিনটা আরও ভালো হয়ে যাবে। বাড়ি থেকে দূরে থাকলে, পরিবারের সদস্যরা ছাড়া জন্মদিন খালি খালি লাগে। হয়তো আপনার শুভেচ্ছা আমার মুখে হাসি ফোটাবে আজকের দিনে।' অনুরাগীর এমন অনুরোধ ফেলতে পারেননি অক্ষয় কুমার।&nbsp;</p> <p style="text-align: justify;">[tw]https://twitter.com/akshaykumar/status/1466772994743685125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1466772994743685125%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&amp;ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Fentertainment%2Fakshay-kumar-wins-internet-by-sending-sweetest-birthday-wishes-to-little-fan-1497556[/tw]</p> <p style="text-align: justify;">ছোট্ট অনুরাগী পলকের অনুরোধে, তার মন ভালো রাখতে এমন টুইটের উত্তরে অক্ষয় কুমার লেখেন, 'শুভ জন্মদিন প্রিয় পলক। যদিও তুমি বাড়ি থেকে দূরে থাকো, আমি নিশ্চিত যে তোমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা এবং ভালোবাসা সবসময় তোমার সঙ্গে রয়েছে। আশা করছি তোমার গোটা বছরটা খুব ভালো কাটবে। অনেক ভালোবাসা এবং প্রার্থনা।'</p> <p style="text-align: justify;">অক্ষয় কুমারের এমন কাজে খুশি শুধু পলকই নয়, খুশি নেট নাগরিকরাও। তাঁরাও অভিনেতার এমন কাজের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।</p>

from entertainment https://ift.tt/3DnummR
via IFTTT
LihatTutupKomentar