Mira Rajput on Delhi: ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়

Mira Rajput on Delhi: দীপাবলি পরবর্তী দিল্লির চরম দূষিত আবহাওয়া নিয়ে ক্ষোভ ঝরে পড়ল মীরা রাজপুতের (Mira Rajput) গলায়৷ ইনস্টাগ্রামে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির পরিস্থিতি (Delhi after Diwali) নিয়ে৷ প্রসঙ্গত মীরা এই শহরেরই মেয়ে৷ দিল্লিতেই তাঁর জন্ম৷ শাহিদ কপূরকে বিয়ের পর ২০১৫ সালে তিনি মুম্বই চলে যান৷

from Entertainment News in Bengali by News18 Bengali https://ift.tt/3GTTvbD
LihatTutupKomentar