Bhai Dooj 2021: 'দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়', ভাইফোঁটায় পুরনো ছবি পোস্ট প্রসেনজিতের

<p><strong>কলকাতা :</strong> আজ ভাইফোঁটা৷ ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন৷ এমন একটা দিনে মন খারাপ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। প্রতিবছর ভাঁইফোঁটায় বোন পল্লবীর থেকে তো বটেই আরও অনেক দিদি বা বোন ফোঁটা দেন প্রিয় বুম্বা-দাকে। অথচ এই বছর তিনি কাজের সূত্রে শহরের বাইরে। তাই ট্যুইটারে তুলে ধরলেন ভ্রাতৃদ্বিতীয়ায় স্মৃতির কোলাজ। নস্টালজিয়ায় ডুব দিয়ে বোনেদের উদ্দেশে দিলেন বার্তা।</p> <p>প্রসেনজিৎ লিখলেন, 'আজকের দিনে আপনজনদের থেকে কর্মসূত্রে দূরে থাকতে মন খারাপ তো হয়ই। কিন্তু ভাই-বোনের বন্ধন সবসময় স্পেশাল।তাই এই দিনটায় দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়, স্মৃতিগুলোই মনকে খানিক ভালো করে দেয়। যাঁরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিনটা বিশেষ করে তোলেন, তাঁদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।'</p> <p><br /><br />আরও পড়ুন :</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="bn">আজকের দিনে আপনজনদের থেকে কর্মসূত্রে দূরে থাকতে মন খারাপ তো হয়ই। কিন্তু ভাই-বোনের বন্ধন সবসময় স্পেশাল।তাই এই দিনটায় দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়, স্মৃতিগুলোই মনকে খানিক ভালো করে দেয়। যাঁরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিনটা বিশেষ করে তোলেন, তাঁদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। <a href="https://t.co/QVcwFOVI32">pic.twitter.com/QVcwFOVI32</a></p> &mdash; Prosenjit Chatterjee (@prosenjitbumba) <a href="https://twitter.com/prosenjitbumba/status/1456845776127025157?ref_src=twsrc%5Etfw">November 6, 2021</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <h3 class="article-title "><a title="ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর" href="https://ift.tt/303ZoCz" target="">ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর</a></h3> <p>গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন৷ পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে আজ কে না চান ! ভাইদেরও আজ সব কাজ ফেলে বোনের বাড়িতে এলে মঙ্গল-ফোঁটা নেওয়ার দিন। আর যাঁরা সেই সুযোগ পান না, তাঁরা এখন ফোঁটা নিচ্ছেন অনলাইনেও !!&nbsp;<br /><br />ভাইফোঁটায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার উৎসবে মাতলেন টলিউড সেলিব্রিটিরাও। নিউ আলিপুরের বাড়িতে ভাই ফোঁটা দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। পণ্ডিতিয়া রোডের বাড়িতে বোনের কাছে ফোঁটা নিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। বেলেঘাটার বাড়িতে দাদা ও ভাইকে ফোঁটা দেবেন অভিনেত্রী ঐশ্বর্য সেন। তারই আয়োজনে ব্যস্ত অভিনেত্রী।&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3kdY5I5
via IFTTT
LihatTutupKomentar