<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> এমিতে মনোনীত সিরিজ 'আর্যা' ও আসন্ন ছবি 'ধামাকা'-এর পরিচালক রাম মাধবাণী শুরু করে দিয়েছেন তাঁর নতুন সিরিজের কাজ। সিরিজের নাম, 'দ্য ওয়েকিং অফ এ নেশন'। অর্থাৎ এক রাষ্ট্রের জাগরণ। </p> <p style="text-align: justify;">পরাধীন ভারতের অন্যতম কুখ্যাত ঘটনা ১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড'। ইতিহাসের এই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে সিরিজটি। </p> <p style="text-align: justify;">পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে একটি বৃহৎ, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। ব্রিগেডিয়ার ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী ওই গোটা চত্ত্বরটি ঘিরে ফেলে। ওই সভাস্থলের একমাত্র প্রবেশদ্বার বন্ধ করে দেয়, এবং সেই সমাবেশে প্রকাশ্যে নির্বিচারে গুলি চালানো হয়। শয়ে শয়ে মানুষ মারা যান এবং হাজার হাজার মানুষ জখম হন।</p> <p style="text-align: justify;">এই হত্যাকাণ্ড, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ধরা হয়।</p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের" href="https://ift.tt/3qeVlxW" target="_blank" rel="noopener">Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের</a></p> <p style="text-align: justify;">পঞ্জাবের এই ঘটনা খতিয়ে দেখার জন্য সেই বছরের অক্টোবরে ব্রিটিশ সরকার লর্ড হান্টারের নেতৃত্বে একটি কমিশন নিযুক্ত করেছিল।</p> <p style="text-align: justify;">পরিচালকের কথায়, 'এটি একটি ছয় বা সাত অংশের সিরিজ। যেখানে ওই কমিশনের কথা বলা হবে। ফলে এটা খানিক কোর্ট কেসের মতো হবে, একইসঙ্গে সেখানে ঠিক কী হয়েছিল, কেন হয়েছিল, তারপর কী ঘটেছিল, যা আমার মতে ওই দিনের ঘটনার মতোই গুরুত্বপূর্ণ, সবই থাকবে।'</p> <p style="text-align: justify;">আগামী মাস দুয়েকের মধ্যে ফাইনাল স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। ইতিমধ্যেই এক আন্তর্জাতিক স্ট্রিমিং সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। </p> <p style="text-align: justify;">আপাতত পরিচালক তাঁর হিট সিরিজ 'আর্যা'-র দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত। এই সিরিজে অভিনেত্রী সুস্মিতা সেনকে দেখতে পাওয়া যায়। সোনম কপূর অভিনীত বিখ্যাত ছবি 'নীরজা'-ও তাঁর পরিচালনা।</p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Madhuri on Cancer Day: ক্যানসার আক্রান্তদের জন্য বিশেষ পদক্ষেপ, ছেলের কথা লিখলেন গর্বিত মাধুরী" href="https://ift.tt/31G8p5h" target="_blank" rel="noopener">Madhuri on Cancer Day: ক্যানসার আক্রান্তদের জন্য বিশেষ পদক্ষেপ, ছেলের কথা লিখলেন গর্বিত মাধুরী</a></p>
from entertainment https://ift.tt/2ZXhcim
via IFTTT
from entertainment https://ift.tt/2ZXhcim
via IFTTT