<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> ২০০৫ সালে মুক্তি পায় অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি 'বান্টি অউর বাবলি'। এবার আসছে তার দ্বিতীয় পর্ব। স্বভাবতই এখন সকলের আলোচনাতেই উঠে আসছে 'বান্টি অউর বাবলি ২'-এর কথা। বরুণ বি শর্মার পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বাবলির চরিত্রে রয়েছেন রানি মুখোপাধ্যায়। তবে বদল ঘটেছে বাকি কাস্টে। রানির সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। সকলেই এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। এরই মাঝে শোনা যাচ্ছে প্রথম ছবি 'বান্টি অউর বাবলি'-র প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে এই ছবির টাইটেল গান। </p> <p style="text-align: justify;">এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ মহাদেবন ও পঞ্জাবী র‍্যাপার বোহেমিয়া একসঙ্গে এই গানটি তৈরি করেছেন। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এই ব্যাপারে উচ্ছ্বসিত রানির বক্তব্য, 'যবে থেকে বান্টি অউর বাবলি ২ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে থেকে ওঁরা নিশ্চিত ছিলেন যে প্রথম ছবি থেকেই টাইটেল ট্র্যাক এখানে নেওয়া হবে। যদিও এই ছবি ফ্র্যাঞ্চাইজি নতুন রূপে আনছে। আসল গানটা প্রথম ছবির আত্মা ছিল।' একইসঙ্গে সেফ আলি খানের বক্তব্য, 'এই গানটি দুই বান্টি-বাবলি জুটিকেই সুন্দর করে ব্যাখ্যা করে।'</p> <p style="text-align: justify;">অন্যদিকে ছবির অপর অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, যিনি দ্বিতীয় ছবিতে নতুন বান্টি হচ্ছেন, তিনি বলেন, 'এই গানটা শুনে পরিবারের সঙ্গে ছবিটা দেখার সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে'। নস্টালজিক সিদ্ধান্ত চতুর্বেদী। </p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের" href="https://ift.tt/3qeVlxW" target="_blank" rel="noopener">Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের</a></p> <p style="text-align: justify;">'বান্টি অউর বাবলি ২' মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সেফ আলি খান (Saif Ali Khan), সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ। সম্প্রতি 'বান্টি অউর বাবলি টু' ছবিরই প্রোমোশনের জন্য রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই রানি মুখোপাধ্যায়ের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির জনপ্রিয় ডায়লগকে মজার ছলে একেবারেই নিজের মতো করে বললেন রণবীর সিংহ।</p>
from entertainment https://ift.tt/3BSiVTl
via IFTTT
from entertainment https://ift.tt/3BSiVTl
via IFTTT