<p><strong>মুম্বই: </strong>বলিউডে ফের কোভিড থাবা। করোনা আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজেই জানালেন অসুস্থতার কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী।</p> <p>আজ বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করে ঊর্মিলা। সেখানে তিনি লেখেন, 'আমার কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি শারিরীকভাবে মোটামুটি সুস্থই আছি আর বাড়িতে নিভৃতবাসে রয়েছি। গত কয়েকদিনে আমার সঙ্গে যাঁদের দেখাসাক্ষাৎ হয়েছে, সুরক্ষার জন্য তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান।'</p> <p>[tw]https://twitter.com/UrmilaMatondkar/status/1454698654787379207[/tw]</p> <p>সম্প্রতি একটি ছোট্ট 'গেট টুগেদার'-এর আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। হাজির ছিলেন তাঁর সিনেমা ও থিয়েটার জগতের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছিলেন সেই গেট টুগেদারের কিছু ছবি। একটি ছবিতে দেখা গিয়েছিল, তিনি বলি অভিনেতা অনিল কপূর ও ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে পোজ দিয়েছেন। শাবানা আজমিকে দেখা গেল নীল কুর্তি পরে, সঙ্গে গোলাপি নেকলেস। ঊর্মিলা মাতন্ডকর পরেছিলেন গোলাপি সিল্কের শাড়ি, সঙ্গে বেগুনি ব্লাউজ, গলায় লম্বা হার। অনিল কপূরকে দেখা গিয়েছিল রঙিন টাই-ডাই শার্টে। </p> <p>ট্যুইটারে ছবি পোস্ট করে ক্যাপশনে শাবানা আজমি লেখেন, 'আমার প্রিয় অনিল কপূর ও ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে। অনেক অনেক ভালবাসা।' শেখর কপূরের 'মাসুম' ছবিতে শাবানা আজমির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঊর্মিলা। সেই ছবিতে নাসিরুদ্দিন শাহ ও যুগল হংসরাজও অভিনয় করেছিলেন। সেই সময়ে যুগল ও ঊর্মিলা দু'জনেই শিশুশিল্পী ছিলেন।</p> <p>অনিল ও উর্মিলা ছাড়াও জনপ্রিয় থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খানের সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন শাবানা। তাঁরা একসঙ্গে 'তুমহারি অমৃতা' নাটকে কাজ করেছেন। ক্যাপশনে লেখেন, 'ফিরোজ আব্বাস খানের সঙ্গে, আমার দীর্ঘ সময় ধরে চলা নাটক 'তুমহারি অমৃতা'র পরিচালক। নাটকটি ২২ বছর ধরে চলেছিল।'</p>
from entertainment https://ift.tt/31j8ifO
via IFTTT
from entertainment https://ift.tt/31j8ifO
via IFTTT