Sikandar Kher Birthday: 'সবসময় স্বীকার করি না, তবে তোমার থেকে অনেক কিছু শিখেছি', ছেলের জন্মদিনে লিখছেন অনুপম

<p><strong>মুম্বই: </strong>ছেলের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবি ভাগ করে নিলেন বাবা অনুপম খের। সেইসঙ্গে ছেলের সঙ্গে বর্তমান সময়ের ছবিও ভাগ করে নিলেন। লম্বা ক্যাপশানে লিখছেন, 'ভাগ্যিস আমাদের মধ্যে চিরাচরিত বাবা-ছেলের মতো সম্পর্কের সমীকরণ নয়।'</p> <p>আজ ছেলে সিকন্দর খেরের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুপম খের। ভাগ করে নিলেন পুরনো একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে বসে রয়েছেন অনুপম খের ও স্ত্রী কিরণ খের। তাঁদের মধ্যে দাঁড়িয়ে কিশোর সিকন্দর। অনুপম লিখছেন, 'শুভ জন্মদিন প্রিয় সিকন্দর। ভগবান তোমাকে সাফল্য, শান্তি, আনন্দ ও সুস্থ, সুন্দর জীবন দিক। ভাগ্যিস আমাদের মধ্যে চিরাচরিত বাবা-ছেলের মতো সম্পর্কের সমীকরণ নয়। এতে আমি খুশি। একজন মানুষ হিসাবে তোমার সঙ্গে বেড়ে ওঠা সবসময় সুখের। আমি এটা সবসময় সবার সামনে হয়ত স্বীকার করি না, কিন্তু আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। একজন অভিনেতা হিসাবে তোমার পছন্দ আমায় সবসময় গর্বিত করে। কিন্তু বিয়ে কবে করছো? এই প্রশ্নটা কিন্তু দুলারির (অনুপম খেরের মা) থেকে। তোমায় ভালোবাসি।'</p> <p>এই পোস্টের উত্তরে সিকন্দর লেখেন, 'অনেক ধন্যবাদ বাবা। তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনে সবসময় একজন সেরা বাবা ও একজন সেরা বন্ধুর ভূমিকা পালন করেছো। আর জীবনে যে সময় আমার তোমায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে, তুমি সবসময় সেখানে থেকেছো।'</p> <p>[insta]https://www.instagram.com/p/CVrcItsIcQv/[/insta]</p> <p>সম্প্রতি ছেলের সঙ্গে যুগ্ম বিবৃতি দিয়ে স্ত্রী কিরণ খেরের স্বাস্থ্যের কথা জানিয়েছিলেন অনুপম। সেখানে তিনি লেখেন, 'কোনও রকম গুজব ছড়িয়ে সত্যি ঘটনাকে বিকৃত করার আগে আমি আমি আর সিকন্দর একটি খবর জানাতে চাই। কিরণ খেরের মাল্টিপেল মাইলোমা ধরা পড়েছে। এটি এক ধরণের ব্লাড ক্যানসার। আপাতত ওঁর চিকিৎসা চলছে এবং আমাদের বিশ্বাস কিরণ আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমাদের ভরসার জায়গা এটাই যে কিরণ যথেষ্ট অভিজ্ঞ চিকিৎসদের অধীনে রয়েছে। ও সবসময়ই একজন যোদ্ধা। ও সবাইকে মন থেকে ভালোবাসে, হয়ত সেইজন্যই ও এত ভালোবাসা পেয়েছে। ওর জন্য় দয়া করে মন থেকে প্রার্থনা করবেন সবাই। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।'</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3CvkDLG
via IFTTT
LihatTutupKomentar