<p style="text-align: justify;">মুম্বই : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল। আর সেই কারণেই ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরও মুক্তি আটকে ছিল রোহিত শেট্টির মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। এই ছবিতে একইসঙ্গে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফকে দেখা যাবে। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে পরিচালক রোহিত শেট্টি জানিয়েছিলেন যে দীপাবলিতেই মুক্তি পাবে 'সূর্যবংশী'। পরিচালকের ঘোষণার পরই উচ্ছ্বসিত অনুরাগীরাও কমেন্টে ভরিয়ে দেন। জানা যাচ্ছে আগামী ৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই ছবিরই রোম্যান্টিক গান 'মেরে ইয়ারা'-র জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের যুগলবন্দিতে দেখা যাবে রোম্যান্টিক এই গান। যার টিজার ইতিমধ্যেই নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন বলিউডের খিলাড়ি।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Celebrities Update: ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর কোন ছবি দেখে অনুরাগীরা বলছেন 'রব নে বানা দি জোড়ি'?" href="https://ift.tt/3GoMboh" target="">Celebrities Update: ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর কোন ছবি দেখে অনুরাগীরা বলছেন 'রব নে বানা দি জোড়ি'?</a></strong></p> <p style="text-align: justify;">এদিন নিজের টুইটার হ্যান্ডলে 'মেরে ইয়ারা' গানের টিজার পোস্ট করে অক্ষয় কুমার লিখেছেন, 'যখন ওর এক ঝলক হাসি তোমার মুথে হাসি এনে দেয়। মেরে ইয়ারা গান মুক্তি পাবে আগামীকাল'। অক্ষয় কুমারের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে অপেক্ষার আর দেরি নেই। ২৭ অক্টোবরই মুক্তি পাচ্ছে 'সূর্যবংশী' ছবির রোম্যান্টিক গান 'মেরে ইয়ারা'। টিজার দেখে ইতিমধ্যেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তাঁরাও যে কতটা অপেক্ষা করছেন এই গানের জন্য তার কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে।</p> <p style="text-align: justify;">[tw]https://twitter.com/akshaykumar/status/1452854500033712135?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1452854500033712135%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Fentertainment%2Fmovies%2Fsooryavanshi-teaser-akshay-kumar-and-katrina-kaif-exude-romance-in-mere-yaara-1489859[/tw]</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Chhichhore's National Award: জাতীয় পুরস্কার পেয়েছে 'ছিছোড়ে', আবেগঘন বার্তা সুশান্ত সিংহ রাজপুতের দিদির" href="https://ift.tt/3jzJWVp" target="">Chhichhore's National Award: জাতীয় পুরস্কার পেয়েছে 'ছিছোড়ে', আবেগঘন বার্তা সুশান্ত সিংহ রাজপুতের দিদির</a></strong></p> <p style="text-align: justify;">'সূর্যবংশী' ছাড়াও এই মুহূর্তে অক্ষয় কুমারের হাতে রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে 'রাম সেতু', 'রক্ষাবন্ধন', 'আতরঙ্গী রে', 'গোর্খা', 'বচ্চন পাণ্ডে', 'ওহ মাই গড টু' এবং 'পৃথ্বিরাজ' ছবিতে দেখা যেতে চলেছে।</p>
from entertainment https://ift.tt/3jEbbOE
via IFTTT
from entertainment https://ift.tt/3jEbbOE
via IFTTT