<p style="text-align: justify;">মুম্বই: মাত্র কয়েকদিন আগেই জন্মদিন গিয়েছে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর (Hema Malini)। বিশেষ সেই দিনে ধর্মেন্দ্র এবং এষা দেওলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপনের ছবিও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মি়ডিয়ায়। যা দেখা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। এবার ফের নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ধর্মেন্দ্রর সঙ্গে ছবি পোস্ট করলেন হেমা মালিনী। এবার অনুরাগীরা কমেন্ট করে তাঁদের জুটিকে 'রব নে বানা দি জোড়ি' বলছেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Chhichhore's National Award: জাতীয় পুরস্কার পেয়েছে 'ছিছোড়ে', আবেগঘন বার্তা সুশান্ত সিংহ রাজপুতের দিদির" href="https://ift.tt/3jzJWVp" target="">Chhichhore's National Award: জাতীয় পুরস্কার পেয়েছে 'ছিছোড়ে', আবেগঘন বার্তা সুশান্ত সিংহ রাজপুতের দিদির</a></strong></p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Siddhant Chaturvedi Update: অভিনেতা হিসেবে নিজেকে কোন জায়গায় রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী?" href="https://ift.tt/3Em8PvQ" target="">Siddhant Chaturvedi Update: অভিনেতা হিসেবে নিজেকে কোন জায়গায় রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী?</a></strong></p> <p style="text-align: justify;">এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে হেমা মালিনী লিখেছেন, 'অনেক অনেক ধন্যবাদ সকলকে, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং জন্মদিনে এত এত ভালোবাসা উপহার দিয়েছেন। সকলের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমিও আনন্দ অনুভব করছি। অনেক অনেক ধন্যবাদ।' সঙ্গে হেমা মালিনী আরও লিখেছেন, 'সেলিব্রেশনের পর হালকা মেজাজে'। একেবারে ঘরোয়া পোশাকে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর রোম্যান্টিক ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সাধারণ মানুষ থেকে বলিউডের অন্যান্য তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন চিরকালীন এই জুটিকে। কেউ লিখেছেন, 'রব নে বানা দি জোড়ি'। আবার কেউ কমেন্টে লিখেছেন, 'বলিউডের সেরা জুটি'। আবার কোনও অনুরাগী লিখেছেন, 'দুজনকেই ভালোবাসি'। সব মিলিয়ে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর নতুন ছবি দেখে ভালোবাসার রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/315DCi3> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ?" href="https://ift.tt/2XMXmpf" target="">Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ?</a></strong></p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও" href="https://ift.tt/3mc9KbQ" target="">Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'তে হাজির ছিলেন হেমা মালিনী এবং 'শোলে' ছবির পরিচালক রমেশ সিপ্পি। 'শোলে'-র নানা অজানা গল্প অমিতাভ বচ্চনের শোয়ের মাধ্যমে সেখানে দর্শকদের সামনে তুলে ধরেন হেমা মালিনী। </p>
from entertainment https://ift.tt/3GoMboh
via IFTTT
from entertainment https://ift.tt/3GoMboh
via IFTTT