<p style="text-align: justify;">কলকাতা: দীপাবলির আগে হ্যালোউইন (Halloween 2021) উত্সবে মেতে উঠেছেন সেলেবরা। বলিউডের তারকারা তো বটেই টলিউড অভিনেতা অভিনেত্রীরাও হ্যালোউইনে নিজেদের নানারকম সাজে সাজিয়ে তুলেছেন। তেমনই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। হ্যালোউইন উপলক্ষে বাকিদের মতো তিনিও নিজের এমন লুকের ছবি পোস্ট করেছেন, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অনুরাগীরা। নেট নাগরিকরা কমেন্টে তেমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন।</p> <p style="text-align: justify;">অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায়শই তাঁকে নিজের নানা ছবি পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে সেখানে একাধিক বেড়াতে যাওয়ার ছবি থেকে নান মুডের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। কোনও ছবিতে তিনি বরফ নিয়ে খেলছেন। তো কোনও ছবিতে হাতির সঙ্গে পোজ দিয়েছেন। আবার কোনও ছবিতে তিনি সমুদ্র কিংবা পাহাড় কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। অনুরাগীরাও অভিনেত্রী ছবিতে লাইত এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দেন। তেমনই হ্যালোউইন উপলক্ষে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবির সঙ্গে ক্যাপশনে 'হ্যাপি হ্যালোউইন' লিখলেও আলো আঁধারিতে তাঁর ছবি দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="প্রিয় সঙ্গীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন দিশা পাটানি, ভাইরাল ছবি" href="https://ift.tt/3mDuYzL" target="">প্রিয় সঙ্গীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন দিশা পাটানি, ভাইরাল ছবি</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রীকে ট্রোল করতেও ছাড়েন না নেট নাগরিকরা। যদিও ট্রোলিংকে কোনওদিনই বিশেষ আমল দেন না শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলের বিরুদ্ধে তাঁকে মুখ খুলতেও দেখা যায় না। তিনি জীবন বাঁচেন নিজের শর্তে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3jTeyBl> <p style="text-align: justify;">শিশু শিল্পী থেকে বড় পর্দার নায়িকা হয়ে ওঠা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রে প্রথমবার দেখা যায় অভিনেতা জিতের বিপরীতে 'চ্যাম্পিয়ন' ছবিতে। প্রথম ছবি দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা শ্রাবন্তী এই ছবির পরই বিয়ে করে সংসার করেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ফের টলিউডে ফিরে আসেন 'ভালোবাসা ভালোবাসা' ছবি দিয়ে। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। এই মুহূর্তে তাঁর হাতেও রয়েছে একগুচ্ছ ছবির কাজ। তারইমধ্যে সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন শ্রাবন্তী।</p>
from entertainment https://ift.tt/3BxV37s
via IFTTT
from entertainment https://ift.tt/3BxV37s
via IFTTT