<p style="text-align: justify;">মুম্বই : 'ধোনি - দ্য আনটোল্ড স্টোরি' অভিনেত্রী দিশা পাটানিকে (Disha Patani) শেষবার দেখা গিয়েছে সলমন খানের বিপরীতে 'রাধে' ছবিতে। চলতি বছর মে মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। এই মুহূর্তে তিনি একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব শীঘ্রই তাঁকে মোহিত সুরির আগামী ছবি 'এক ভিলেন রিটার্নস'-এ দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম, তারা সুতারিয়া এবং অর্জুন কপূরকে। ছবিটি আগামী বছর ৮ জুলাই মুক্তি পাবে। তারই মাঝে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। চুম্বনে ভরিয়ে দিলেন প্রিয় সঙ্গীকে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। আর দিশা পাটানির পোস্ট করা সেই ছবিতে কমেন্ট করতে বাকি থাকেননি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফও।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Ankita Lokhande Wedding Date: বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা? কবে দিন ঠিক হল?" href="https://ift.tt/3buVFQu" target="">Ankita Lokhande Wedding Date: বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা? কবে দিন ঠিক হল?</a></strong></p> <p style="text-align: justify;">দিশা পাটানির অনুরাগীদের কারও অজানা নয় তাঁর পশুপ্রেমের কথা। প্রিয় মানুষদের সঙ্গে ছাড়াও তাঁকে অনেকটা সময় কাটাতে দেখা যায় তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে। আর পোষ্যদের সঙ্গে সময় কাটানোর নানা ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর দুই পোষ্যর সঙ্গে মিষ্টি কিছু ছবি পোস্ট করেছেন 'ভারত' অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে পোষ্যদের শুধু আদর নয়, তাদের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন দিশা পাটানি। ফলে ছবি দেখে পোষ্যদের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতাও টের পাচ্ছেন পশুপ্রেমীরা। আর দিশা পাটানির পোষ্যদের ভালোবাসার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।</p> <p style="text-align: justify;">টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের সঙ্গে দিশা পাটানির মিষ্টি সম্পর্কের কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। চারপেয়ে সঙ্গীদের সঙ্গে অভিনেত্রীর ভালোবাসার ছবিতে অনুরাগীদের মতো কমেন্ট করেছেন তিনিও। প্রসঙ্গত, বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক ওপেন সিক্রেট। যদিও টাইগার কিংবা দিশা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করেননি।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3mDuY2J>
from entertainment https://ift.tt/3mDuYzL
via IFTTT
from entertainment https://ift.tt/3mDuYzL
via IFTTT