<p><strong>কলকাতা:</strong> দীপাবলিতে কি এবার মন্নত অন্ধকারই থাকবে? খান পরিবারে কি জ্বলবে না দীপের আলো? বারবার আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় এই প্রশ্নগুলোই উঠে আসছিল অনুরাগীদের মনে। এই পরিস্থিতিতে কতটা ঝড় বওয়াচ্ছে 'বাবা' শাহরুখের জীবনে ? এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে শাহরুখ-ভক্তদের মনে। শুক্রবারই প্রথম শাহরুখ খানের (Shah Rukh Khan ) বাংলো মন্নতের ছাদে আলোর মালা দেখা যায়।</p> <p>অবশেষে আজ ২২ দিন পর আজ জেলমুক্তি আরিয়ানের ( Aryan Khan drug case )। বেল বক্সে পৌঁছল রিলিজ অর্ডার। মন্নত থেকে গেলেন শাহরুখ। </p> <h4>মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। <br /><br />আরও পড়ুন : <a title="জামিন মঞ্জুর হওয়ার পর কী কী শর্ত মানতে হবে আরিয়ানকে?" href="https://ift.tt/3ErQld5" target="">জামিন মঞ্জুর হওয়ার পর কী কী শর্ত মানতে হবে আরিয়ানকে?</a></h4> <p>শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট থেকে বেরোন জুহি চাওলা। শনিবার সকালে মন্নতে ফিরছেন পারেন শাহরুখ-পুত্র। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB--র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান।</p> <p>৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। ২১ অক্টোবর আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর অবধি বাড়ায় আদালত। </p> <p>আরিয়ান খান কখন বাড়িতে ফেরেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে। বৃহস্পতিবার তাঁর জামিন পাওয়ার পর, শুক্রবারই প্রথম শাহরুখ খানের বাংলো মন্নতের ছাদ আলোয় সেজে ওঠে।</p> <p> </p> <p> </p> <p> </p>
from entertainment https://ift.tt/3pRL4r9
via IFTTT
from entertainment https://ift.tt/3pRL4r9
via IFTTT