Aryan Khan Case: পৌঁছল রিলিজ অর্ডার, আজই বাড়ি ফিরছেন আরিয়ান | Bangla News

<p>২২ দিন পর আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। সকালে রিলিজ অর্ডার পৌঁছয় জেলের বেল বক্সে। এরপর ছেলেকে আনতে মন্নত থেকে বিশাল কনভয় নিয়ে রওনা দিয়ে, জেল থেকে আড়াই কিলোমিটার দূরে হোটেলে ছেলের মুক্তির জন্য অপেক্ষা করছেন শাহরুখ (Shah Rukh Khan)। ২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে। ৭ অক্টোবর থেকে জেলে রয়েছেন শাহরুখ-পুত্র। বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়। অবশেষে বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে।</p>

from entertainment https://ift.tt/315JtUo
via IFTTT
LihatTutupKomentar