<p style="text-align: justify;">মুম্বই: দীর্ঘ ছাব্বিশটা দিন পর অবশেষে জামিন মঞ্জুর হল শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বারংবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে তাঁকে স্বস্তি দিয়ে জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। শাহরুখ খানের পরিবারের জন্য অবশ্যই এটি কিছুটা স্বস্তির খবর। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর থেকে বলিউডের অন্যান্য সেলেবরাও তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোনু সুদ থেকে মাধবন, স্বরা ভাস্কর থেকে মিকা সিংহরা নিজের নিজের মত প্রকাশ করেছেন। প্রত্যেকেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের" href="https://ift.tt/2ZvjJAB" target="">Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের</a></strong></p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার" href="https://ift.tt/3bgy1r0" target="">Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার</a></strong></p> <p style="text-align: justify;">মাদককাণ্ডে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখ খান, গৌরী খান কিংবা সুহানা, কারও পক্ষ থেকেই কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। কিন্তু দাদার জামিন মঞ্জুর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বাবা এবং দাদার কয়েকটি ছবি পোস্ট করে সুহানা খান লিখেছেন 'আই লভ ইউ'। প্রতিক্রিয়া দিয়েছে ছোট্ট আব্রামও। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aryan Khan Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে কী প্রতিক্রিয়া মাধবন থেকে সোনু সুদের?" href="https://ift.tt/3GvYGhN" target="">Aryan Khan Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে কী প্রতিক্রিয়া মাধবন থেকে সোনু সুদের?</a></strong></p> <p style="text-align: justify;">আরিয়ান খানের গ্রেফতারিতে বহু বলিউড তারকাদের মতো কিং খানের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁর অনুরাগীদেরও। প্রিয় শাহরুখ খানের পাশে যে তাঁরা রয়েছেন, তার প্ল্যাকার্ড নিয়ে মন্নতের বাইরে দেখা গিয়েছিল অনুরাগীদের। আবারও ফের মন্নতের বাইরে ভিড় জমালেন অনুরাগীরা। সাধারণত কোনও কোনও বিশেষ দিনে মন্নতের উপর থেকে অনুরাগীদের প্রতি হাত নাড়িয়ে প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় কিং খানকে। আজ আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর তেমনই হাত নাড়াতে দেখা গেল ছোট্ট আব্রামকে। আর আব্রামের সেই হাত নাড়ানোর ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3mnmIDG" /></p>
from entertainment https://ift.tt/2ZycQOA
via IFTTT
from entertainment https://ift.tt/2ZycQOA
via IFTTT