<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা অনুপম খের। সম্প্রতি একটি দুর্দান্ত ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'কেবল ভাবনার দ্বারা ভয়কে জয় করা যাবে না, কিন্তু কাজের মাধ্যমে সম্ভব। কখনও ভাবিনি যে আমিও দুটো পর্বতের মাঝের নদীর ওপরের দড়ির সেতু ধরে হাঁটব। কিন্তু আমি সেটা রীতিমতো করেছি এবং সেতু ক্রসও করেছি। জয় হো!'</p> <p style="text-align: justify;"> </p> <p><iframe class="kooFrame" src="https://ift.tt/2XRTC5Q> <p> <script src="https://ift.tt/3ArgPcm> </p> <p style="text-align: justify;">ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় নদীর ওপরের দড়ির তৈরি সেতু পার হচ্ছেন বর্ষীয়ান বলি তারকা অনুপম খের। ক্যাপশনে লিখেছেন, 'যা খুশি হতে পারে'। একইসঙ্গে সাহস ও চেষ্টা করার পাঠ পড়ালেন তিনি।</p>
from entertainment https://ift.tt/3vSUBPT
via IFTTT
from entertainment https://ift.tt/3vSUBPT
via IFTTT