<p style="text-align: justify;">কলকাতা: টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। এই মুহূর্তে নামটাই যথেষ্ট। বিশেষ বান্ধবী এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। নুসরত জাহান মা হওয়া থেকে তাঁর সন্তনের বাবা কে, সেই বিষয়েও বরাবর নেট নাগরিকদের আঙুল উঠেছে অভিনেতা যশের দিকেই। উল্লেখ্য, যশ দাশগুপ্তের উইকিপিডিয়ায় সন্তানের নামের জায়গায় জ্বলজ্বল করছে ঈশান জে দাশগুপ্তের নাম। অভিনেতার সম্পর্কে কৌতুহলের অভাব নেই নেট নাগরিক থেকে অনুরাগীদের। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে" href="https://ift.tt/398yeeI" target="">Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে</a></strong></p> <p style="text-align: justify;">টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন যশ দাশগুপ্ত। এরপর বড় পর্দায় আত্মপ্রকাশ। আসলে যশ দাশগুপ্তর কেরিয়ার একেবারেই বাংলা ধারাবাহিক দিয়ে হয়নি। 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের আগে চুটিয়ে অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিকে। 'কোই আনে কো হ্যায়', 'বন্দিনী', 'বসেরা', 'না আনা ইস দেশ লাডো' প্রমুখ ধারাবাহিকে অভিনয়ের পর তাঁকে আরও পরিচিতি এনে দেয় 'মহিমা শনিদেব কি' ধারাবাহিকের কালকেতু চরিত্রটি। এছাড়াও 'আদালত'-এ অভিনয় করেন তিনি। 'বসেরা' ধারাবাহিকে অভিনয় করেন রাম কপূরের সঙ্গে। এরপরই টলিউডে ফিরে এসে অভিনেত্রী মধুমিতা সরকারের বিপরীতে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিকের চরিত্র 'অরণ্য সিংহ রায়'-র নাম তখন মুখে মুখে ফিরছে অনুরাগীদের। এরপর 'গ্যাংস্টার' ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। একের পর এক ছবি দিয়ে টলিউডের অন্যতম হার্টথ্রব যশ দাশগুপ্ত। তবে বিতর্ক তৈরি হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক এবং অভিনেত্রীর সন্তানের পিতৃপরিচয়. সব মিলিয়ে এই মুহূর্তে খবরের শীর্ষে রয়েছেন তিনি। </p> <p style="text-align: justify;"><a title="Nusrat Jahan Update: 'সবাইকে একসঙ্গে কখনওই খুশি করা যায় না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরতের" href="https://ift.tt/3ClX9Iu" target=""><strong>আরও পড়ুন - Nusrat Jahan Update: 'সবাইকে একসঙ্গে কখনওই খুশি করা যায় না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরতের</strong></a></p> <p style="text-align: justify;">তবে এই প্রথমবার বাবা হলেন না যশ দাশগুপ্ত। জানা গিয়েছে, তাঁর প্রাক্তন স্ত্রীর নাম শ্বেতা সিংহ কালহানস। যিনি মুম্বইয়ের বাসিন্দা। এছাড়াও তাঁদের দুজনের দশ বছরের এক সন্তানও রয়েছে। </p>
from entertainment https://ift.tt/3tKn3m1
via IFTTT
from entertainment https://ift.tt/3tKn3m1
via IFTTT