Bigg Boss OTT: 'বিগ বস ওটিটি'-এর মঞ্চে এবার তারকা দম্পতি রিতেশ-জেনেলিয়া

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> প্রায় শেষের মুখে 'বিগ বস ওটিটি'। ১৮ সেপ্টেম্বর, শনিবার 'বিগ বস ওটিটি'-এর ফাইনালের মঞ্চে দেখা মিলবে তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার। আর কিছুদিনের মধ্যেই টিভিতে আসতে চলেছে 'বিগ বস', সঞ্চালনায় থাকবেন অভিনেতা সলমন খান। তার আগে শেষ হচ্ছে পরিচালক কর্ণ জোহর সঞ্চালিত 'বিগ বস ওটিটি'।</p> <p>'বিগ বস ওটিটি'-এর মঞ্চ থেকে নেহা ভাসিনের বিদায় নেওয়ার পর আপাতত জোর টক্কর চলছে বাকি পাঁচ প্রতিযোগীর মধ্যে। এই পাঁচজন হলেন, প্রতীক সহজপাল, দিব্যা অগ্রবাল, নিশান্ত ভট্ট, রাকেশ বাপাত ও শমিতা শেট্টি। যে যাঁর নিজের মতো করে বিগ বসের নেক নজরে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এঁদের মধ্যে শমিতা শেট্টি ইতিমধ্যেই বেশ কিছু শিরোনামে জায়গা করে নিয়েছেন।</p> <p>সূত্রের খবর, দেশমুখ দম্পতিই শনিবারে 'বিগ বস ওটিটি'-এর মঞ্চে বিজয়ীর নাম ঘোষণা করবেন। খবর অনুযায়ী, যিনি ওটিটির বিগ বসের বিজয়ী হবেন, তিনি সরাসরি সলমন খানের 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশের সুযোগ পাবেন।</p> <p>টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো যে 'বিগ বস' (Bigg Boss), তা নিয়ে কোনও সন্দেহ নেই। সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় জমে ওঠে একাধারে বিতর্কিত অন্যদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই রিয়েলিটি শো। তবে, চলতি বছর 'বিগ বস' একেবারেই অন্যভাবে হাজির হয়েছে। তাও আবার ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। দেখতে দেখতে 'বিগ বস ওটিটি'ও (Bigg Boss OTT) সম্প্রচারিত হচ্ছে পাঁচ সপ্তাহ হয়ে গেল। এবার ক্রমশ এই রিয়েলিটি শো গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। কবে আর কখন দেখতে পাবেন 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে? এই নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই।&nbsp;</p> <p>জানা যাচ্ছে, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। আগামি ১৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে। আর তা সম্প্রচারিত হবে রবিবার। ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে। দিনক্ষণ জানানোর সঙ্গে তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছে যে, 'সমস্ত প্রতিযোগীই তো দর্শকদের মন জিতে নিয়েছেন। কিন্তু বিগ বসের ট্রফি জেতা এখনও বাকি। আগামি ১৮ সেপ্টেম্বর সন্ধে সাতটায় আসছে বিগ বস ওটিটিক ফাইনাল। কে জিততে পারেন পারে এই রিয়েলিটি শো?'</p>

from entertainment https://ift.tt/3AdwHjo
via IFTTT
LihatTutupKomentar