Mukhosh Release Date: মুক্তির দিন পিছিয়ে ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আসছে 'মুখোশ'

<p><strong>কলকাতা: </strong>১৩ নয়, ১৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'মুখোশ'। লকডাউনের এই দফায় সিনেমাহল খোলার পরে এসভিএফের প্রযোজনায় প্রথম মুক্তি পাচ্ছে এই ছবিই। মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে। প্রথমে ছবি মুক্তির দিন ১৩ তারিখ ঘোষণা করা হলেও, আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়।</p> <p>সদ্যই মুক্তি পেয়েছে 'মুখোশ' এর ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারের দৃশ্যপট শুরু হচ্ছে এক পাহাড়ি অঞ্চলে। বাঁক খেয়ে দূরে মিলিয়ে গিয়েছে রাস্তা। সেই সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য্যের গলায় ট্রেলারের প্রথম সংলাপ, 'ট্রুলি আই টেল ইউ, টু ডে ইউ উইল বি উইথ মি ইন প্যারাডাইজ'। অর্থাৎ, 'সত্যি বলছি, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে' গোটা ট্রেলার জুড়ে রহস্যের জাল বুনেছে একটা মুখোশ! নাকি মুখোশের আড়ালে থাকা আরও অন্ধকার কোনও রহস্য?</p> <p>বিরসার নতুন এই ছবির নাম আগে ছিল 'সাইকো'। তবে পরে এই ছবির নাম বদলে রাখা হয় 'মুখোশ'। ট্রেলার জুড়ে কেবল রহস্য নয়, রয়েছে বিভিন্ন মনত্বাত্তিক সমীকরণের আভাসও। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। ছবিটির নাম বদলে মুক্তি পাচ্ছে চলতি বছরেই।</p> <p>কেবল অনির্বাণ-বিরসার 'মুখোশ' নয়, এসভিএফের ব্যানারে এই বছর মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেট ছবিও। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।</p>

from entertainment https://ift.tt/3fGsPPQ
via IFTTT
LihatTutupKomentar