<p style="text-align: justify;"><strong>মুম্বই :</strong> বলিউডের আনাচে কানাচে কান পাতলেই গুঞ্জন, বলিউডের সুন্দরী নায়িকা কিয়ারা আডবানি এবং হ্যান্ডসাম হিরো সিদ্ধার্থ মলহোত্রর 'বিশেষ' সম্পর্কের। তাঁদের সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। পাশাপাশি গত বেশ কয়েকমাস ধরেই বহুবার সিদ্ধার্থ মলহোত্রর বাড়ির সামনে দেখা গিয়েছে নায়িকাকে। শুধু তাই নয়। শোনা যায়, অভিনেতার বাবা-মায়ের সঙ্গে নাকি লাঞ্চও করেছেন কিয়ারা আডবানি। যা থেকেই বলি দুনিয়ার আন্দাজ, সিদ্ধার্থ মলহোত্রর পরিবারের বেশ প্রিয় 'অতিথি'ই হয়ে উঠেছেন তিনি। যদিও সম্পর্কের কথা দুজনের কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেননি। সদ্যই জন্মদিন গিয়েছে 'কবীর সিংহ' নায়িকার। কিয়ারার বিশেষ দিনে তাঁর জন্য সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা পাঠাতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মলহোত্রকে। স্বাভাবিকভাবেই এর পর এই জুটিকে নিয়ে এবং তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়েছে। সম্প্রতি সেই গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়ে দিলেন সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর কী সম্পর্ক। পাশাপাশি এও জানালেন, বিয়ে সম্পর্কে তিনি কী ভাবছেন।</p> <p style="text-align: justify;">সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা আডবানিকে এই বিশেষ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নায়িকা স্পষ্ট জানিয়ে দেন যে, সিদ্ধার্থ তাঁর সবথেকে ঘনিষ্ট বন্ধু। যদিও 'শের শাহ' অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বলার সময় বেশ খানিকটা আমতা আমতা করতে এবং বেশ লজ্জা পেতেও দেখা যায় তাঁকে। এরইসঙ্গে বিয়ে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা করছেন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন। কিয়ারা আডবানি জানান যে, তিনি কখনওই অ্যারেঞ্জ ম্যারেজ করবেন না। বিয়ে করতে হলে লাভ ম্যারেজই করবেন। কিয়ারার যে কথা শুনে গুঞ্জনের পারদ ঊর্ধ্বমুখী।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বলিউডে নতুন আসা নায়িকাদের মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রী কিয়ারা আডবানি। খুব শীঘ্রই তাঁর এবং সিদ্ধার্থ মলহোত্রর জুটির নতুন ছবি 'শের শাহ' মুক্তি পাবে। ছবিতে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে। এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আডবানি। এছাড়াও আগামিতে 'ভুলভুলাইয়া টু' এবং আরও অনেক ছবি রয়েছে নায়িকার হাতে।</p>
from entertainment https://ift.tt/3Ahh6ih
via IFTTT
from entertainment https://ift.tt/3Ahh6ih
via IFTTT