Narottam Mishra: 'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী

<p><strong>নয়াদিল্লি: </strong>অভিনেতা নাসিরুদ্দীন শাহ (Naseeruddin Shah), শাবানা আজমি (Shabana Azmi) এবং কবি-গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar)&nbsp; নিয়ে বিস্ফোরক মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। তিনি 'নাসিরুদ্দীন , শাবানা এবং&nbsp; জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল' বলে টুইটারে কটাক্ষ করেছেন।</p> <p><strong>বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন: মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র</strong></p> <p>প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছেন&nbsp; শাবানা আজমি এবং জাভেদ আখতার। সিএএ ইস্যু থেকে শুরু করে বিলকিস বানো গণধর্ষণকাণ্ডের ইস্যুতে তারা নিজ্বস্ব মতামত সোশ্যালে দিয়েছেন। আর একইভাবেই নিজের মতামত নিয়ে দৃঢ় নাসিরুদ্দীনও। আর এই ইস্যুতেই এবার নাসিরুদ্দীন , শাবানা এবং&nbsp; জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল বলে টুইটারে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, রাজস্থানে কানহাইয়া লালকে গলা কেটে হত্যা করলে, কিংবা ঝাড়খন্ডে আমাদের বোনকে আঘুনে পুড়িয়ে মারলে তারা চুপ থাকেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন। এরপরেও কী শাবানা, জাভেদ, নাসিরুদ্দীনকে ধর্মনিরপেক্ষ বলা যায় ? এরপরেই&nbsp; প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">शबाना आजमी&zwnj;, नसीरुद्दीन शाह जैसे लोग टुकड़े-टुकड़े गैंग के स्लीपर सेल के एजेंट है जो सिर्फ भाजपा शासित राज्यों में हुई घटनाओं पर ही हल्ला मचाते हैं, जबकि कांग्रेस शासित राजस्थान और झारखंड जैसे राज्यों में हो रही घटनाओं पर मौन रहते हैं। अब ऐसे लोगों की कलई खुल चुकी हैं। <a href="https://t.co/fPpaTLKbzx">pic.twitter.com/fPpaTLKbzx</a></p> &mdash; Dr Narottam Mishra (@drnarottammisra) <a href="https://twitter.com/drnarottammisra/status/1565583934037311491?ref_src=twsrc%5Etfw">September 2, 2022</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p><strong>দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করতে পারেন ? শাবানা</strong></p> <p><strong>আরও পড়ুন, </strong><a title="'অনুব্রত ভালো আছো ?' টুইট স্বস্তিকার" href="https://ift.tt/R3Y2ndN" target="">'অনুব্রত ভালো আছো ?' টুইট স্বস্তিকার</a></p> <p>অগাস্টে গুজরাটের জেল থেকে ছাড়া পায় বিলকিস বানো গণধর্ষণের অভিযুক্তরা। প্রকাশ্যেই এই বিষয়ে মুখ খোলেন শাবানা। একটি সাক্ষাতকারে তিনি বলেন, লজ্জায় কোনও কথা আসছে না তাঁর মুখে। এই ঘটনার পরে দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করতে পারেন ? আমাদের সন্তান নাতিপুতিদের কী জবাব দেব ? বিলকিসকেই বা আমরা কী উত্তর দেব ? প্রশ্ন তুলেছিলেন শাবানা।আর এবার ব্যুমেরাং হয়ে পালটা নিশানা নরোত্তম মিশ্রের। মধ্যপ্রদেশের বিজেপি নেতা বলেন, নাসিরুদ্দীন , শাবানা এবং&nbsp; জাভেদ আখতারকে টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেলের সদস্য। বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই এরা চিৎকার চেঁচামেচি শুরু করেন।</p>

from entertainment https://ift.tt/5mlWUpM
via IFTTT
LihatTutupKomentar