Mahalaya: প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী সোনামণি, দুর্গার ভূমিকায় শোলাঙ্কি

<p><strong>কলকাতা: </strong>এবার দূর্গার বেশে সোনামণি সাহা (Sonamoni Saha) । আপাতত 'এক্কা দোক্কা' (Ekka Dokka) ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । আর এবার, একটি প্রথম সারির চ্যানেলের মহালয়ায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে তাঁকে ।&nbsp;</p> <p>দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন সোনামণি । ধারাবাহিক 'দেবী চৌধুরাণী' থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে । সদ্য ছোটপর্দা ছাড়িয়ে সোনামণি পা রেখেছেন বড়পর্দাতেও । 'বেহায়া' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) এই ছবির পরিচালনা করছেন । ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar )। কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে আপাতত বন্ধ রয়েছে 'বেহায়া'-র শ্যুটিং। সেই সমস্যা মিটলেই ফের শ্যুটিং শুরু হবে এই ছবির ।&nbsp;</p> <p>চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে দুর্গা বা মহিষাসুরমর্দিনী হিসেবে সোনামণির লুক। গা ভরা সোনায় গয়না, লাল ও গঙ্গাজল রঙা বেনারসি, মাথায় মুকুট ও রক্তচক্ষুতে সোনামণিকে দারুণ মানিয়েছে। অনুষ্ঠানের নাম 'ইয়া চণ্ডী'।&nbsp;&nbsp;</p> <p>আজ চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে শিবের রূপে অভিষেকের ছবিও। বাঘছাল, মাথায় জটাজুটো ধারী অভিষেককে বেশ মানিয়েছে। এর আগেও শিবের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিষেককে। তবে এই প্রথম দুর্গা হচ্ছেন সোনামণি সাহা। তাদের ছোটপর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক।</p> <p>আরও পড়ুন: <a title="Nusrat Yash: পুজোর আগে শহর ছেড়ে সমুদ্রতীরে যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর ছবি" href="https://ift.tt/geVfcP8" target="_blank" rel="dofollow noopener">Nusrat Yash: পুজোর আগে শহর ছেড়ে সমুদ্রতীরে যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর ছবি</a></p> <p>চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে বাকি চরিত্রে কারা কারা অভিনয় করছেন । দুর্গার চরিত্রে দেখা যাবে শোলাঙ্কিকে । আপাতত 'গাঁটছড়া' ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি । মহিষাসুর হবেন সৌরভ দাস । পার্বতীর ভূমিকায় দেখা যাবে 'সাহেবের চিঠি'-র নায়িকা দেবচন্দ্রিমাকে । চামুণ্ডা হবেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা । শিবের ভূমিকায় দেখা যাবে 'গঙ্গারাম' খ্যাত অভিষেককে । মহেশ্বরীর ভূমিকায় দেখা যাবে 'খেলাঘর' -এর স্বীকৃতিকে । বৈষ্ণবীর ভূমিকায় থাকছেন 'গুড্ডি' শ্যামৌপ্তি । ঈন্দ্রির ভূমিকায় থাকছেন 'নবাবনন্দিনী' ধারাবাহিকের ইন্দ্রাণী । বারহীর ভূমিকায় দেখা যাবে 'খুকুমণি হোম ডেলিভারি'-র নায়িকা দ্বিপান্বিতাকে । নরসিংহীর ভূমিকায় দেখা যাবে 'বৌমা একঘর' ধারাবাহিকের নায়িকা সুস্মিতাকে । ব্রহ্মা হবেন কুশল । বিষ্ণু হিসেবে দেখা যাবে 'অনুরাগের ছোঁয়া'-র নায়ক দিব্যজ্যোতিকে। ইন্দ্র হবেন 'আলতা ফড়িং'-এর নায়ক অর্ণব ।</p> <p>২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার ভোরে সম্প্রচার হবে এই অনুষ্ঠান । ভোর ৫টার সময় দেখা যাবে এই অনুষ্ঠান । অনুষ্ঠানের সুরের দায়িত্বে রয়েছেন অমিত ঈশান ।</p>

from entertainment https://ift.tt/e1FEjH4
via IFTTT
LihatTutupKomentar