<p style="text-align: justify;">মুম্বই: সলমন খানের (Salman Khan) ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের (Shehnaaz Gill)। ভাইজানের 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali) ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা গিয়েছিল তেমনটাই। কিন্তু সম্প্রতি বেশ কিছু সূত্রে দাবি করা হচ্ছে যে, সলমনের ছবি থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। 'কভি ইদ কভি দিওয়ালি'তে দেখা যাবে না তাঁকে। পাশাপাশি এমনও শোনা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নাকি আনফলোও করে দিয়েছেন তিনি। তবে, এবার সমস্ত গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন শেহনাজ গিল।</p> <p style="text-align: justify;"><strong>'কভি ইদ কভি দিওয়ালি' ছবি থেকে বাদ পড়েছেন শেহনাজ গিল?</strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, সলমন খানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে শেহনাজ গিলের। অভিনেতার ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'তে দেখা যাবে না তাঁকে। ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। গুঞ্জন আরও জোরালো হয় যখন আরও বেশ কিছু সূত্রে দাবি করা হয় যে, সলমন খানকে সোশ্যাল মিডিয়াতেও নাকি আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। তবে, এবার সমস্ত গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেহনাজ। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Kartik Aaryan: বলিউড ছবিতে অভিনয় করার পরও কী নামে ডাকা হত কার্তিক আরিয়ানকে?" href="https://ift.tt/ARcltuN" target="">Kartik Aaryan: বলিউড ছবিতে অভিনয় করার পরও কী নামে ডাকা হত কার্তিক আরিয়ানকে?</a></strong></p> <p style="text-align: justify;">সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেহনাজ গিল লিখেছেন যে, 'গত বেশ কিছু সপ্তাহ ধরে এই সমস্ত গুজব আমার কাছে বিনোদনের মতো। আমি অপেক্ষা করতে পারছি না ছবিটার জন্য। দর্শক কবে ছবিটা দেখবেন, তার জন্য অপেক্ষা করে রয়েছি। আর অবশ্যই আমি রয়েছি ছবিতে।' এরইসঙ্গে হৃদয়ের ইমোজিও ব্যবহার করেছেন অভিনেত্রী।</p> <p style="text-align: justify;"><strong>'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে কার বিপরীতে শেহনাজ?</strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সূত্রের খবর, 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে গায়ক-অভিনেতা জ্যাস্সি গিলের বিপরীতে দেখা যাবে শেহনাজ গিলকে। এর আগে শোনা যায় যে, আয়ুষ শর্মার বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। কিন্তু ছবি থেকে বেরিয়ে গিয়েছেন আয়ুষ শর্মা। 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। </p> <p style="text-align: justify;">অন্যদিকে, শেহনাজ গিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এতদিন। তবে, তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে 'বিগ বস' থেকে। সেখানেই প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার পর জনপ্রিয়তার শিখরে উঠতে থাকেন অভিনেত্রী। পঞ্জাবি ছবি 'হসলা রাখ' দিয়ে বড় পর্দায় পা রেখেছেন শেহনাজ। কিন্তু হিন্দি ছবিতে এখনও তাঁকে দেখা যায়নি। সলমন খানের 'কভি ইদ কভি দিওয়ালি' ছাড়াও ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে, তাঁকে দেখা যেতে চলেছে রিয়া কপূরের ছবিতেও। গত বছরের শেষের দিকটা কিছুটা খারাপ গেলেও চলতি বছর বৃহস্পতি তুঙ্গে রয়েছে শেহনাজের।</p>
from entertainment https://ift.tt/4fPdj1Q
via IFTTT
from entertainment https://ift.tt/4fPdj1Q
via IFTTT