Sanjay Dutt: হঠাৎ গাড়ির নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত, কিন্তু কেন?

<p style="text-align: justify;">মুম্বই: বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের (Sanjay Dutt) গাড়ির প্রতি আকর্ষণের কথা অজানা নয় কারও। তাঁর গ্যারাজে নামী দামী নানা কোম্পানির গাড়ি রয়েছে। সম্প্রতি তিনি একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি বুকিং করেছেন। তবে, এবার তাঁর গাড়িতে অন্য নম্বর প্লেট দেখা যাচ্ছে। এতদিন তাঁর গাড়ির নম্বর প্লেটে চোখ রাখলেই যে সংখ্যা চোখে পড়ত, এবার তা বদলে গিয়েছে। কিন্তু হঠাৎ গাড়ির নম্বর কেন বদলে ফেললেন সঞ্জয় দত্ত?</p> <p style="text-align: justify;"><strong>সঞ্জয় দত্তের গাড়ির নম্বর কত?</strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্রে খবর, বলিউড তারকা সঞ্জয় দত্তের সমস্ত গাড়িতেই আগে ৪৫৪৫ সংখ্যা ব্যবহার করা হত। কিন্তু সম্প্রতি তিনি যে মার্সিডিজ গাড়িটি বাড়ি নিয়ে আসতে চলেছেন, তার নম্বর বদলে গিয়েছে। ৪৫৪৫-এর পরিবর্তে সঞ্জু বাবা তাঁর নতুন গাড়ির নম্বর ২৯৯৯ করেছেন। কী এমন হল হঠাৎ, যে এতদিনের রাখা নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন অভিনেতা। নানা বিষয়ে তাঁর পরিমর্শ মতো সিদ্ধান্ত নেন। তাঁর এই গাড়ির নম্বর বদলানোর পিছনেও জ্যোতিষীরই পরামর্শ রয়েছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নানা সময়ে জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন আগেও। এবারও তাই ৪৫৪৫ থেকে বদলে গাড়ির নম্বর তিনি রেখেছেন ২৯৯৯।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Tiger Shroff: ব্যর্থ হচ্ছে ছবি, পারিশ্রমিক অর্ধেক করতে বলা হল টাইগার শ্রফকে!" href="https://ift.tt/4XpKbhf" target="">Tiger Shroff: ব্যর্থ হচ্ছে ছবি, পারিশ্রমিক অর্ধেক করতে বলা হল টাইগার শ্রফকে!</a></strong></p> <p style="text-align: justify;">সঞ্জয় দত্তের এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে বলছেন, 'মাস খানেক আগেই নিজের জন্য একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি বুকিং করেছেন সঞ্জয় দত্ত। আর এবার তিনি নতুন নম্বরের জন্যও আবেদন করেছেন। সবাই খুব শীঘ্রই সেটি দেখতে পাবেন।' কেন ২৯৯৯ নম্বরটি নতুন গাড়ির জন্য বেছে নিলেন সঞ্জয় দত্ত, সে সম্পর্কেও জানা যাচ্ছে তথ্য। সূত্রের খবর, সঞ্জয় দত্তের জন্ম তারিখ ২৯ জুলাই। জ্যোতিষ অনুযায়ী (২+৯ = ১১, ১+১ = ২)। জ্যোতিষীর মতে, সঞ্জয় দত্তের লাকি নম্বর ২। যা তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটাতে সাহায্য করবে। সৌভাগ্য ফেরাতে তাই এই পদ্ধতিই মানছেন অভিনেতা। আর তাই নিজের পছন্দের ২৯ নম্বরটিকেই গাড়ির নতুন নম্বর করেছেন তিনি।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সঞ্জয় দত্তকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'শামশেরা' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কপূর ও বাণী কপূর। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জু বাবা। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'দ্য গুড মহারাজা' এবং 'গুড়ছড়ি' ছবিতে।</p>

from entertainment https://ift.tt/jhg2mZ6
via IFTTT
LihatTutupKomentar