<p style="text-align: justify;">মুম্বই: আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। ছবির প্রচারে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন অক্ষয় কুমার এবং ছবির অন্যান্য তারকারা। এরইমাঝে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং 'বয়কট রক্ষা বন্ধন'। ছবির বিষয়বস্তুর উপর বেশ কিছু প্রশ্ন তুলে নেটিজেনদের একাংশ ছবিটিকে বয়কট ডেকেছেন। আর ছবির প্রচারে এসে এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অক্ষয় কুমার।</p> <p style="text-align: justify;"><strong>'বয়কট রক্ষা বন্ধন' প্রসঙ্গে অক্ষয় কুমারের প্রতিক্রিয়া-</strong></p> <p style="text-align: justify;">এদিন কলকাতায় 'রক্ষা বন্ধন' ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন ছবির আরও বেশ কয়েকজন অভিনেতা এবং পরিচালক। প্রচারে এসে 'বয়কট রক্ষা বন্ধন' প্রসঙ্গে মুখ খোলেন বলিউডের খিলাড়ি। জানিয়ে দেন যে, ভারত স্বাধীন দেশ। তাই যে কেউ যা কিছু বলতেই পারে। প্রসঙ্গত, এর আগে আমির খানকেও তাঁর ছবি 'লাল সিং চাড্ডা'র জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="KBC 14: কীভাবে বিগ বি-র জন্য টুইটার জয়েন করেন? স্মৃতিচারণা আমির খানের" href="https://ift.tt/1TaG0Hc" target="">KBC 14: কীভাবে বিগ বি-র জন্য টুইটার জয়েন করেন? স্মৃতিচারণা আমির খানের</a></strong></p> <p style="text-align: justify;">অক্ষয় কুমার বলেন, আমি শুধু এটুকুই বলতে চাই যে, আমাদের দেশ ভারত একটা স্বাধীন দেশ। এখানে যেকোনও মানুষ যা কিছু করতে পারে। কিন্তু এই ছবিগুলি (রক্ষা বন্ধন, লাল সিং চাড্ডা) দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে সাহায্য করবে। আমি তাঁদের যাঁরা ট্রোল করছেন এবং সংবাদমাধ্যমকে এই বিষয়গুলো না টানতেই অনুরোধ করব।</p> <p style="text-align: justify;">'রক্ষা বন্ধন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার এবং ভূমি পেড়নেকরকে। ছবি মুক্তির আগে প্রকাশ্যে এসেছে ট্রেলার। 'রক্ষা বন্ধন' ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার তাঁর বাগদত্তা ভূমি পেড়নেকরের সঙ্গে ঝগড়া করছেন। নানা প্রতিকূল পরিবেশে নিজের চারবোনকে বড় করে তুলেছেন অক্ষয়। বোনেদের বিয়ে দেওয়ার পরই তিনি নিজে বিয়ে করবেন বলে ঠিক করেছেন। এদিকে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভালোবাসা হাতছাড়া হওয়ার যোগাড় অক্ষয়ের। ট্রেলারে দায়িত্ববান ভাইয়ের চরিত্রে নজর কাড়ছেন বলিউডের 'খিলাড়ি'। পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'রক্ষা বন্ধন' প্রযোজনা করছে জি স্টুডিওস, কালার ইয়েলো প্রোডাকশনস এবং কেপ অফ গুড ফিল্মস। 'রক্ষা বন্ধন' ছবির স্ক্রিপ্ট লিখেছেন হিমাংশু শর্মা এবং কণিকা ধিলোঁ। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। অক্ষয়, ভূমি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাদিয়া খাতিব, দীপিকা খন্না, স্মৃতি শ্রীকান্ত প্রমুখকে। 'টয়লেট এক প্রেম কথা'র পর ফের একবার ভূমি পেড়নেকরের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয়। জানা যাচ্ছে আমির খান, করিনা কপূর খান অভিনীত 'লাল সিং চাড্ডা' ছবির সঙ্গে একদিনেই মুক্তি পাবে 'রক্ষা বন্ধন'।</p>
from entertainment https://ift.tt/Ysxj1dW
via IFTTT
from entertainment https://ift.tt/Ysxj1dW
via IFTTT