<p><strong>মুম্বই: </strong>কোথাও তর্ক, বিতর্ক, থানায় অভিযোগ দায়ের, কোথাও আবার শুধুই প্রশংসা, মুগ্ধতা। সদ্য একটি সংস্থার জন্য রণবীরের করা নগ্ন ফটোশ্যুট (Photoshoot) চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। আর এবার ঠিক তেমনই একটি ফটোশ্যুট করার জন্য রণবীরকে আমন্ত্রণ জানাল 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল' (People for the Ethical Treatment of Animal) বা পেটা (PETA)। ম</p> <p>'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল' -এর তরফ থেকে চিঠি দিয়ে রণবীরকে আবেদন করা হয় তাঁদের জন্য একটি নগ্ন ফটোশ্যুট করার। চিঠিতে তাঁরা লেখেন, 'আশা করি আপনি একবার আমাদের জন্যও নিজের পোশাক ত্যাগ করবেন। তাঁরা একটি চিঠি পাঠিয়েছেন রণবীরকে। সেখানে বিস্তারিত রয়েছে প্রচারের বিবরণীও। নগ্ন ফটোশ্যুটের সঙ্গে লেখা থাকবে, 'প্রত্যেক পশুরই একই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। আপনি কি ভেগান খাবার খেয়েছেন?'</p> <p>'ভেগান' কথার অর্থ নিরামিষাশী। ভেগানরা কেবল যে মাছ বা মাংস খান না তাই নয়, তাঁরা প্রাণীজ কোনও জিনিসও ব্যবহার করেন না যেমন চামড়ার তৈরি কোনও জিনিস বা প্রাণীর শরীর থেকে নিঃসৃত কোনওপ্রকার তেল। 'পেটা' ভেগান খাবারের পক্ষে প্রচার চালাচ্ছে দীর্ঘদিন। তাদের মতে এতে যেমন শরীর ভালো থাকে, তেমনই সুস্থ পরিবেশ পায় প্রাণীকুলও। </p> <p>রণবীর সিংহকে পাঠানো চিঠিতে পামেলা অ্যান্ডারসনের একটি প্রচারের প্রসঙ্গ তুলেছে 'পেটা'। যদিও এখনও পর্যন্ত কোনও উত্তর আসেন রণবীর সিংহের তরফে। </p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Will he? 🥦 <a href="https://ift.tt/N7BEji0> — PETA India (@PetaIndia) <a href="https://twitter.com/PetaIndia/status/1555230310773805059?ref_src=twsrc%5Etfw">August 4, 2022</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>প্রসঙ্গত, সদ্য শ্যুটিং শেষ হয়েছে রণবীর সিংহে (Ranveer Singh)-এর নতুন ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)- ছবির। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবির জন্য নাকি ভেগান (Vegan) হয়েছেন রণবীর। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে তাঁর 'গালি বয়' (Gully Boy) ছবির সহ অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) -কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমি (Jaya Bachchan, Dharmendra and Shabana Azmi)।</p> <p> </p>
from entertainment https://ift.tt/MRJrFK2
via IFTTT
from entertainment https://ift.tt/MRJrFK2
via IFTTT