<p style="text-align: justify;">মুম্বই: বলিউডের তারকাদের মধ্যে বর্তমানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বেশ কিছু বছর তিনি অভিনয় করছেন বি টাউনে। আর বলিউডের বাইরে থেকে এসে, কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি এতটাই শক্ত করে ফেলেছেন যে, অনেক তাবড় তারকার থেকেও তাঁর ছবি বক্স অফিসে বেশি সাফল্য পাচ্ছে। পাশাপাশি তিনি এই মুহূর্তের বলিউড হার্টথ্রবও বটে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা নজরকাড়া। সবমিলিয়ে কেরিয়ারের কার্যত মধ্যগগনে রয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ছবির সংখ্যাও বেশ কয়েকটি। যা মুক্তি পাবে সামনেই। আর এবার অনুরাগীদের জন্য, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক নিয়ে এলেন কার্তিক আরিয়ান।</p> <p style="text-align: justify;"><strong>অনুরাগীদের জন্য কার্তিক আরিয়ানের বড় চমক-</strong></p> <p style="text-align: justify;">চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় 'ভুলভুলাইয়া টু'। প্রথম ছবি অর্থাৎ, অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া' বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ছবির গল্প থেকে গান দুটোই সমান হিট হয়। প্রথম ছবির সাফল্যের পর তাই সিক্যুয়েলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকদের। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নির্মাতারা। তাই খুব কম সময়ের মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও, চলতি বছর মুক্তি পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করা ছবিও 'ভুলভুলাইয়া টু'। ছবিতে অভিনয় করে প্রশংসিত হন কার্তিক আরিয়ান। আর এবার 'ভুলভুলাইয়া টু'-এর 'রুহ বাবা' (ছবিতে কার্তিক আরিয়ানের অভিনীত চরিত্রের নাম) এসে গিয়েছে অন্য রূপে। এবার আর পর্দায় নয়, বরং, বইয়ের পাতায় দেখা পাওয়া যাবে তাঁর। সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, তাঁর 'রুহ বাবা' চরিত্রটি এবার এসে গিয়েছে কমিক বইয়ে। কমিক জগতেও পা রাখলেন অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'রুহ বাবা আর তাঁর গল্প এবার এসে গিয়েছে কমিক্সের ভুলভুলাইয়াতে। এটা আমার সমস্ত খুদে অনুরাগীদের জন্য।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের" href="https://ift.tt/5GJViZ0" target="">Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের</a></strong></p> <p style="text-align: justify;">জানা যাচ্ছে, ডায়মন্ড কমিক্স দেশের অন্যতম জনপ্রিয় এক কমিক পাবলিশার। যারা 'চাচা চৌধুরী', 'বিল্লু', 'পিঙ্কি', 'মোটু পাতলু'র মতো কমিক চরিত্রদের সামনে নিয়ে এসেছে। বেড়ে ওঠার দিনগুলোয় বহু মানুষ এই সমস্ত কমিক্স পড়েছেন। এবার তারাই 'রুহ বাবা আর তার গল্প' নিয়ে এসেছে বইয়ের পাতায়। আর এভাবেই এবার খুদেদের আরও মনের কাছে পৌঁছে গেলেন বা ভবিষ্যতে আরও যেতে চলেছেন কার্তিক আরিয়ান।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যায় কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'সত্যপ্রেম কি কথা' এবং কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে দেখা যাবে তাঁকে।</p>
from entertainment https://ift.tt/5mMfkUQ
via IFTTT
from entertainment https://ift.tt/5mMfkUQ
via IFTTT