<p style="text-align: justify;">মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। বহু প্রতীক্ষার পর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি মুক্তি পেতে চলেছে। জানা যায়, গত পাঁচ বছর চলেছে 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং। এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার, টিজার, বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছিল, 'ব্রহ্মাস্ত্র'তে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে, এবার এক সাক্ষাৎকারে সঠিক খবর দিলেন মৌনী রায় (Mouni Roy)।</p> <p style="text-align: justify;"><strong>'ব্রহ্মাস্ত্র' শাহরুখ আছেন কিনা জানিয়ে দিলেন মৌনা রায়-</strong></p> <p style="text-align: justify;">'ব্রহ্মাস্ত্র' ছবিতে অন্ধকারের দেবীর চরিত্রে অভিনয় করছেন মৌনী রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে, এই ছবিতে শাহরুখ খান অভিনয় করছেন কিনা। তিনি বলেন, 'যখন আপনি রণবীর কপূর, আলিয়া ভট্ট, বচ্চন স্যর, নাগার্জুনা স্যরের সঙ্গে কাজ করছেন, তখন শাহরুখ স্যরও অতিথি হিসেবে থাকছেন।'</p> <p style="text-align: justify;">বড় পর্দায় আগেও কাজ করেছেন মৌনী রায়। কিন্তু 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তাঁর চরিত্রটি নেতিবাচক। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। মৌনী বলছেন, 'আমি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য এসেছিলাম। তারপর এটি বড় চরিত্র হয়ে গিয়েছে। আমার কাছে নেতিবাচক চরিত্রে অভিনয় এবং ছবির মূল খলনায়কের চরিত্রে অভিনয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। আমি এতদিন যত কাজ করেছি, তার মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র এটি।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Sanjay Dutt: হঠাৎ গাড়ির নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত, কিন্তু কেন?" href="https://ift.tt/jhg2mZ6" target="">Sanjay Dutt: হঠাৎ গাড়ির নম্বর বদলে ফেললেন সঞ্জয় দত্ত, কিন্তু কেন?</a></strong></p> <p style="text-align: justify;">বাস্তব জীবনে আগেই জুটি বেঁধে ফেলেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। চলতি বছর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অফস্ক্রিন এই দম্পতির অনস্ক্রিন কেমিস্ট্র প্রথমবার চাক্ষুক করতে চলেছেন দর্শকেরা। রণবীর - আলিয়ার সঙ্গে কাজ প্রসঙ্গে মৌনী রায় বলেন, 'যখনই কেউ আমাকে রণবীর - আলিয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করে, আমি তাদের সবাইকে বলি যে পর্দায় ঝড় তুলতে দেখা যাবে ওদের। ওরা খুবই স্বাভাবিক অভিনয় করে। আর ওদের এটাই দক্ষতা।'</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুখে মুখে ঘুরছে 'কেশরিয়া' (Kesariya)। 'ব্রহ্মাস্ত্র'-র মুক্তি পাওয়া এখনও পর্যন্ত সবচেয়ে হিট গান এটিই। প্রথম মুক্তি পেয়েছিল এই গানটি। সম্প্রতি প্রচারের ফাঁকে আলিয়া গেয়ে ওঠেন কেশরিয়া গানের দুটি লাইন। আলিয়ার কন্ঠ শুনেই উচ্ছাসে ফেটে পড়েন দর্শকেরা। এর আগেও ছবিতে প্লে ব্যাক করেছেন আলিয়া। তবে মঞ্চে প্রিয় অভিনেত্রীকে প্রিয় গান গাইতে দেখে উচ্ছাস স্বাভাবিক। আর রণবীর কপূর? তিনি স্ত্রীর পাশে বসে ঠায় তাকিয়ে রইলেন স্ত্রী-র দিকে। হাতে তালি দিয়ে উদ্বুদ্ধও করলেন তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। </p>
from entertainment https://ift.tt/m3grHfh
via IFTTT
from entertainment https://ift.tt/m3grHfh
via IFTTT