<p>কাদম্বরী। নামটা শুনলেই আপামর বাঙালি আজও কৌতূহলী হয়ে ওঠে। কারণ এই নাম শুনলে প্রথমেই যাঁর কথা মনে পড়ে তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠান। তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য়। এমনকি কাদম্বরীর মৃত্য়ু আত্মহত্য়া কিনা, তা নিয়েই রহস্য় রয়েছে আজও। রবি ঠাকুর ও কাদম্বরীকে নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। লেখা হয়েছে একাধিক বই। তবুই তাঁদের ঘিরে মানুষের আগ্রহে ভাটা পড়েনি।</p> <p>এবার শর্মিষ্ঠা দেবের পরিচালনায় মুক্তি পাচ্ছে 'কাদম্বরী আজও'। বলাইবাহুল্য, ঠাকুরবাড়ির এই নারীর গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই ছবির হাত ধরেই বেশ কিছু সময় পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রেক অন্য়তম বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টপাধ্যায়। 'কাদম্বরী আজও'তে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে তিনি অভিনয় করছেন সাবিত্রী। সূত্রের খবর অনুযায়ী, চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। তবে এই চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পরিচালক। তাঁর কথায়, ছবিতে এই চরিত্র একটা বড় চমক।</p> <p>অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায়ের মত একাধিক শিল্পীকে দেখা যাবে 'কাদম্বরী আজও'তে।</p> <p>'কাদম্বরী আজও' ছবিতে রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। ছবির চিত্রনাট্য় লিখেছেন শিলাদিত্য গুহ, এবং ছবির আবহ সঙ্গীত রচনা করেছেন চিরন্তন বন্দ্য়োপাধ্য়ায়। এই ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন অঙ্কিত সেনগুপ্ত।</p> <p>ছবি প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, কাদম্বরীর চরিত্রের একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে ছায়া ফেলে,এই ছবি তারই কথা বলে।‘</p> <p>'কাদম্বরী আজও' ছবিটির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ। ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রাঁন্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ফ্রাঁন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঠাঁই করে নিয়েছে এই ছবি।ছবিটি ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় একসঙ্গে রিলিজ করবে।</p> <p>প্রসঙ্গত, এই আগেও পরবব্রত ও কঙ্কনা সেনশর্মা অভিনীত ছবি ‘কাদম্বরী’ দর্শক মনে দাগ কেটে গেছিল। সেই ছবিতে কাদম্বরীর চরিত্রে ছিলেন কঙ্কনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে ছিলেন কৌশিক সেন।</p> <p>তবে শর্মিষ্ঠা দেবের 'কাদম্বরী আজও' দর্শকের কেমন লাগে, এখন অপেক্ষা সেটাই দেখার।</p> <p> </p> <p> </p>
from entertainment https://ift.tt/KV02zQd
via IFTTT
from entertainment https://ift.tt/KV02zQd
via IFTTT